প্রতিনিধিত্বমূলক ছবি।
পোষ্য কুকুরের তাড়া খেয়ে রেললাইনে উঠতেই ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ভাইবোনের। শুক্রবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের জোধপুরে।
স্থানীয় সূত্রে খবর, স্কুল থেকে বাড়ি ফিরছিল ভাইবোন। রাস্তায় দু’টি পোষ্য কুকুর ঘিরে ধরে তাদের। হামলার ভয়ে ভাইয়ের হাত ধরে ছুটতে থাকে দিদি। কুকুরগুলিও তাদের পিছু নেয়। রাস্তা থেকে কিছুটা দূরেই ছিল রেললাইন। ওরা ভেবেছিল রেললাইন টপকে ও পারে চলে যাবে। কিন্তু তা আর হল না। দু’জনে রেললাইনে উঠতেই একটি ট্রেন চলে আসে। সেটির ধাক্কাতে মৃত্যু হয় দু’জনেরই।
স্থানীয় বাসিন্দারা এক কিশোর এবং কিশোরীর দেহ রেললাইনের ধারে পড়ে থাকতে দেখেন। তাঁরাই পুলিশে খবর দেন। পুলিশ এসে দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে, মৃত কিশোরের নাম যুবরাজ সিংহ। কিশোরীর নাম অনন্যা। সম্পর্কে তারা ভাইবোন। যুবরাজ পঞ্চম শ্রেণিতে পড়ত। আর অনন্যা সপ্তম শ্রেণিতে। স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল ওরা। রাস্তাতে দু’টি পোষ্য কুকুর ওদের ঘিরে ধরে।
নিজেদের বাঁচাতে যুবরাজ এবং অনন্যা ছুটতে শুরু করে। ছুটতে ছুটতে ওরা রেললাইনে উঠে পড়ে। তখনই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় দু’জনের। দুই স্কুলপড়ুয়ার অভিভাবক কুকুরের মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। কুকুর দু’টিকে ধরে নিয়ে গিয়েছে স্থানীয় প্রশাসন।