Bridge Collapse

উদ্বোধনের আগেই বিহারে ভেঙে পড়ল ১৩ কোটি টাকার সেতুর একাংশ

২০১৬ সালে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়েছিল। এক বছরের মধ্যেই সেই কাজ শেষ হয়। রবিবার সকালে সেতুটির একাংশ ভেঙে গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ২০:১৩
Share:

সেতু নির্মাণে গাফিলতি ছিল বলে অভিযোগ উঠেছে। ছবি সংগৃহীত।

উদ্বোধনের আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নবনির্মিত সেতুর একাংশ। রবিবার ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাইয়ে। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

Advertisement

গণ্ডক নদীর উপর নির্মিত ওই সেতুটি ২০৬ মিটার লম্বা। সেতুটি বানাতে খরচ হয়েছে ১৩ কোটি টাকা। রবিবার সকালে সেতুর সামনের দিকের অংশটি ভেঙে গিয়েছে।

সেতুটি তৈরি করা হয়েছে মুখ্যমন্ত্রী-নাবার্ড প্রকল্পের আওতায়। তবে সেতুতে ওঠার জন্য রাস্তা তৈরি না হওয়ায় এখনও উদ্বোধন করা হয়নি। সম্প্রতি সেতুর সামনের দিকের অংশে ফাটল দেখা গিয়েছিল। সেতুতে ফাটলের বিষয়টি নজরে আনা হয়েছিল কর্তৃপক্ষের। তার পর রক্ষণাবেক্ষণ করা হয়েছিল কি না স্পষ্ট নয়।

Advertisement

২০১৬ সালে সেতুটি তৈরির কাজ শুরু হয়। ২০১৭ সালের মধ্যেই নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয়। আকৃতি তোলা চৌকি ও বিষাণপুরের মধ্যে সেতুটি তৈরি করা হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে আরজেডি বিধায়ক সত্যানন্দ সম্বুদ্ধ ওরফে লালন যাদব বলেছেন, ‘‘সেতু নির্মাণে গাফিলতি হয়েছিল। সকালে ভেঙে পড়েছে সেতুটি। উদ্বোধন না হওয়ায় এই ঘটনায় কেউ হতাহত হননি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement