Wedding

টাকার বদলে পাঁচ দিনের স্ত্রী সাজলেন অভিনেত্রী! ষষ্ঠ দিন সেই ‘স্ত্রী’কে কী জানালেন যুবক?

পাঁচ দিন ধরে ওই যুবকের ঘরনির ভূমিকায় অভিনয় করে গিয়েছেন তরুণী। তবে ষষ্ঠ দিন এই নাটকের পালা শেষ করার অনুরোধ করলে বেঁকে বসেন তাঁর ‘স্বামী’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৩ ১৬:০১
Share:

ষষ্ঠ দিন এই নাটকের পালা শেষ করার অনুরোধ করলে বেঁকে বসেন তাঁর ‘স্বামী’। প্রতীকী ছবি।

এ যেন বলিউডি সিনেমার গল্প! কয়েক হাজার টাকা নিয়ে ৫ দিনের জন্য এক যুবকের স্ত্রী সেজেছিলেন মুম্বইয়ের এক উঠতি অভিনেত্রী। তবে প্রথম দেখাতেই ‘স্ত্রী’র প্রেমে হাবুডুবু খেয়েছেন বলে তাঁকে চিরজীবনের সঙ্গী করার দাবি জানিয়ে বসলেন ‘স্বামী’। ষষ্ঠ দিনে সে কথা স্বীকার করলেও তাঁর ঘরনি হতে রাজি নন অভিনেত্রী। শেষ পর্যন্ত এর জল গড়াল থানাপুলিশ পর্যন্ত। সংবাদমাধ্যমে এ ঘটনার কথা জানিয়েছে মুম্বই পুলিশ।

Advertisement

টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, টেলিভিশনের ধারাবাহিক থেকে বলিউডি পর্দায় ছোটখাটো চরিত্র করে দিন গুজরান করেন মুম্বইয়ের ওই তরুণী অভিনেত্রী। সম্প্রতি তাঁর এক বান্ধবীর মাধ্যমে মধ্যপ্রদেশের এক যুবকের স্ত্রীর ভূমিকায় অভিনয়ের প্রস্তাব পেয়ে তাতে রাজি হয়েছিলেন। তবে এ কোনও ধারাবাহিক বা সিনেমার চরিত্র নয়। বাস্তবেই ওই যুবকের স্ত্রী সেজে থাকতে হবে তাঁকে। ২১ বছরের তরুণীর দাবি, ৫ দিন ধরে যুবকের পরিবারের সদস্যদের কাছে স্ত্রী সেজে থাকার জন্য হাজার পাঁচেক টাকায় রফা হয়েছিল। তাতে রাজি হওয়ায় ওই যুবকের গ্রামের বাড়িতে যান তিনি। এমনকি, ঘটনাটি বিশ্বাসযোগ্য করতে যুবকের পরিবারের সদস্যদের সামনে মন্দিরে দু’জনের বিয়েও হয়। এর পর পাঁচ দিন ধরে ওই যুবকের ঘরনির ভূমিকায় অভিনয় করে গিয়েছেন। তবে ষষ্ঠ দিন এই নাটকের পালা শেষ করার অনুরোধ করলে বেঁকে বসেন তাঁর ‘স্বামী’। জানান, প্রথম দেখাতেই ‘নকল’ বৌয়ের প্রেমে পড়েছিলেন তিনি। তাঁকেই সারা জীবন ধরে স্ত্রী হিসাবে দেখতে চান। তবে তাতে রাজি ছিলেন না অভিনেত্রী। এর পরই মুম্বইয়ের ধারাভি থানায় খবর দেন তরুণী।

পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পর মধ্যপ্রদেশে ওই যুবকের গ্রামের বাড়িতে গিয়ে অভিনেত্রীকে মুম্বই নিয়ে এসেছেন তাঁরা। তবে সে সময় থেকেই ওই যুবক এবং অভিনেত্রীর বন্ধুটির খোঁজ পাওয়া যাচ্ছে না। পাঁচ দিনের জন্য যুবকের স্ত্রী হয়ে থাকলেও অভিনেত্রী জানিয়েছেন, তাঁদের মধ্যে যৌন সম্পর্ক হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement