প্রতীকী ছবি।
বিয়ের আর মাত্র দু’দিন বাকি ছিল। ভাবী স্ত্রী, বছর কুড়ির অরুণার আমন্ত্রণে কোনও সন্দেহই হয়নি পাত্র বি ইয়াকাইয়ার। অরুণার ডাকে দ্রুতই পৌঁছে গিয়েছিলেন তাঁর বাড়ির সামনে। ভাবতেও পারেননি, এটাই তাঁর শেষ যাত্রা হয়ে যাবে।
ইয়াকাইয়া আসার পরই সেখানে হাজির হয়েছিলেন অরুণার প্রেমিক বালাস্বামী। কিছু ক্ষণ তর্কবিতর্ক চলে তাঁদের মধ্যে। তখনই ইয়াকাইয়ার গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেন তাঁরা। গুরুতর আহত অবস্থায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় ২২ বছরের ইয়াকাইয়ার।
শনিবার ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার জনগাঁওতে। পুলিশ অরুণা এবং বালাস্বামীকে গ্রেফতার করেছে। জেরায় তাঁরা দোষ স্বীকার করেছেন। রঘুনাথপল্লি পুলিশ সূত্রে খবর, মাস কয়েক আগে অরুণার সঙ্গে ইয়াকাইয়ার বিয়ে ঠিক হয়েছিল। অরুণার অমতেই তাঁর পরিবার এই বিয়ে ঠিক করেছিল।
আরও পড়ুন: কাজ খুঁজে নিন, মাইনে দিতে পারব না: চোক্সী
পুলিশ জানিয়েছে, মেয়ের প্রেমিক বালাস্বামীকে কোনও দিনই পছন্দ ছিল না অরুণার পরিবারের। আর অন্য দিকে, ইয়াকাইয়ার সঙ্গে বিয়ে ঠিক হওয়ার পরও বালাস্বামীর সঙ্গে যোগাযোগ রেখে আসছিলেন অরুণা। জেরায় অরুণা স্বীকার করেছেন, কোনও ভাবেই তাঁর বাবা-মা বালাস্বামীকে মেনে নিতে রাজি ছিলেন না। তখনই ইয়াকাইয়াকে খুনের পরিকল্পনা করেন তাঁরা।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই অরুণা এবং বালাস্বামীকে গ্রেফতারের দাবি তোলেন ইয়াকাইয়ার পরিবার এবং তাঁর কাঞ্চনপল্লি গ্রামের বাসিন্দারা। বেশ কয়েক ঘণ্টা রাস্তা অবরোধ করেন। ইয়াকাইয়ার পরিবার সূত্রে খবর, বিয়ে উপলক্ষে গত সপ্তাহে একটি পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে অরুণাও উপস্থিত ছিলেন।