গত পুরভোটে কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে দেখা গিয়েছিল ‘দেব ডি’ খ্যাত মাহি গিলকে। পঞ্জাব পুরভোটের মুখে তিনিই নাম লেখালেন পদ্ম শিবিরে। সোমবার দুপুরে যোগ দিলেন বিজেপি-তে।
চণ্ডীগড়ের জাঠ শিখ পরিবারের সদস্য মাহিকে বিজেপি প্রার্থীও করতে পারে বলে খবর। বলিউডে মাহি গিলের পরিচিতি অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘দেব ডি’ সিনেমার মাধ্যমে। ২০১০ সালে এই সিনেমার জন্য ‘ফিল্মফেয়ার’ পুরস্কার পান।
তার পর ইরফান খানের বিপরীতে ‘পান সিংহ তোমর’, জিমি শেরগিলের বিপরীতে ‘সাহেব, বিবি অউর গ্যাংস্টার’-এর মতো জনপ্রিয় ছবির নায়িকা মাহি। চুটিয়ে কাজ করছেন পঞ্জাবি সিনেমাতেও। হালে একাধিক ওয়েব সিরিজে দেখা গিয়েছে তাঁকে। এ বার পর্দার অভিনেত্রী থেকে বাস্তবে নেত্রীর ভূমিকায় দেখা যেতে পারে মাহিকে।
সোমবার চণ্ডীগড়ে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন তিনি।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চণ্ডীগড় পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী হরমহিন্দর সিংহ লাকির সমর্থনে প্রচারে দেখা গিয়েছিল মাহিকে। তিনি জানান, লাকি তাঁর বাল্যবন্ধু। তখনই অবশ্য রাজনীতিতে আসার ইঙ্গিত দেন ‘সাহেব, বিবি অউর গ্যাংস্টার’ অভিনেত্রী।
মাহি বিজেপি-তে যোগদানের দিনইপঞ্জাব ভোটে শিরোমণি অকালী দলের সঙ্গে জোটের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা হরদ্বীপ সিংহ পুরী। কৃষক আন্দোলনের প্রেক্ষিতে বিজেপি-র সঙ্গে জোট ভেঙে বেরিয়ে যায় অকালী দল। কেন্দ্রীয় মন্ত্রীর কটাক্ষ, ওই জোট ছিল ‘ভুল মানুষকে বিয়ের সিদ্ধান্তের মতো’।
রাজনীতিতে নবীন। তবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নন। বেশিরভাগ সময়েই তিনি পর্দায় ষড়রিপুর বশ একজন নারী। যিনি হতাশার চোরাবালিতে ডুবে থাকতে ভালবাসেন। দেবি ডি-র ‘পারো’ এবং ‘সাহেব বিবি অ্যান্ড গ্যাংস্টার’ ছবির জটিল নায়িকাচরিত্র পর্দায় ফুটিয়ে তোলা মাহি বাস্তবজীবনেও বাঁধা গতে চলতে নারাজ।
মাহির নাম ছিল রিম্পি কৌর গিল। নাম পাল্টে নিজের নাম ‘মাহি’ করে নেন। সেন্ট কবীর পাবলিক স্কুলে পড়ার সময় এনসিসি করতেন মাহি। স্বপ্নও ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়ার। স্কুলের পরে মাহি চণ্ডীগড়ের কলেজ থেকে স্নাতক হন। স্বপ্নপূরণের পথে বাধ সাধল দুর্ঘটনা। সেনাবাহিনীতে আধিকারিক হওয়ার প্রবেশিকা পরীক্ষাতেও উত্তীর্ণ হন তিনি। এরপর যোগ দেন তিন মাসের প্রশিক্ষণপর্বে। সে সময়ে প্যারাশুটের দড়ি ছিঁড়ে গুরুতর আহত হন। এরপরই মাহির বাড়ির লোক ভয় পেয়ে যান। সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন মুলতুবি রেখে মাহি নাটকে স্নাতকোত্তর করতে ভর্তি হন পঞ্জাব বিশ্ববিদ্যালয়ে। এমন সময়ই একটি জন্মদিনের পার্টিতে মাহিকে দেখে পছন্দ হয় অনুরাগ কাশ্যপের। তিনি তাঁকে সুযোগ দেন ‘দেব ডি’ ছবিতে।
ইন্ডাস্ট্রিতে মাহি নিজের জায়গা মজবুত করতে পেরেছিলেন ‘সাহেব বিবি অউর গ্যাংস্টার’-এ। এই ছবিতে তাঁর ‘মাধবী’ চরিত্রটি জনপ্রিয়তা পায়। এ সময় পরিচালক তিগমাংশু ধুলিয়ার সঙ্গে মাহির সম্পর্ক নিয়ে বহু গুঞ্জন শোনা যেতে থাকে। ক্রমে ইন্ডাস্ট্রিতে আলোচনার বিষয় হয়ে ওঠে তাঁদের প্রেম। মাহির অভিনয়ে মুগ্ধ তিগমাংশু তাঁর ‘পান সিংহ তোমর’ এবং ‘সাহেব বিবি গ্যাংস্টার রিটার্নস’ ছবিতেও সুযোগ দেন তাঁকে। ‘বুলেট রাজা’ ছবিতে মাহির জন্য বিশেষ একটি গানের সিকোয়েন্স রাখেন তিগমাংশু। এখানেই শেষ নয়। শুধু মাহির কথা ভেবেই নাকি তিগমাংশু পরিচালনা করেন ‘সাহেব বিবি অউর গ্যাংস্টার থ্রি’ ছবির। কিন্তু বক্স অফিসে ছবিটি চূড়ান্ত ব্যর্থ হয়। ব্যর্থতার দায় গিয়ে পড়ে পরিচালক তিগমাংশুর উপরেই। অভিযোগ, তিনি মাহিকে গুরুত্ব দিতে বাকি কুশীলবদের ভূমিকা যথেচ্ছ ছোট করে দিয়েছিলেন। মাহি-সর্বস্ব এই ছবি সফল হয়নি বক্স অফিসে। তিগমাংশু ছাড়াও মাহির সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে রণদীপ হুডার। কিন্তু কোনও সম্পর্কই মাহি স্বীকার করেননি। তা ছাড়া বিবাহিত তিগমাংশুর সঙ্গে তাঁর প্রেম রয়ে যায় গুঞ্জন হয়েই।
এ সব গুঞ্জন ছাড়া অনেকেই জানেন না সিনেমায় অভিনয় শুরুর আগে থেকেই মাহি বিবাহিত ছিলেন। কলেজে পড়ার সময় তিনি বিয়ে করেছিলেন বাড়ির অমতে। কিন্তু সেই বিয়ে বেশি দিন স্থায়ী হয়নি। পরে মাহি জানান, সেটা ছিল তাঁর নিছক ‘ছেলেমানুষি’। তবে মাহি গিল সব থেকে বেশি চমক দেন ২০১৯ সালে। জানান, তাঁর মেয়ের বয়স সাড়ে তিন বছর! এর আগে মাহির সন্তানের কথা কেউ জানতেন না। সব দ্বন্দ্ব দূর করে মাহি জানান, তাঁর বয়ফ্রেন্ড গোয়ায় থাকেন। তাঁদের সন্তানের জন্ম হয়েছে ২০১৬-এ। কিন্তু বয়ফ্রেন্ডের নাম বা পরিচয় মাহি সে সময় প্রকাশ্যে আনেননি। শুধু বলেছিলেন, তাঁর প্রেমিক আদতে জম্মুর বাসিন্দা। গোয়ায় হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত। মেয়ের নাম মাহি রেখেছেন ভেরোনিকা। এ বার সেই মাহি-ই পঞ্জাব নির্বাচনে বিজেপি-র অন্যতম মুখ হতে চলেছেন।