অগ্নিবীর জওয়ানের দেহ উদ্ধারে চাঞ্চল্য রাজস্থানের সিকরে। প্রতীকী ছবি।
কাজ থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন দু’দিন আগে। শনিবার বাড়ির কাছেই এক অগ্নিবীর জওয়ানের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রাজস্থানের সিকরে। গাছে ঝুলন্ত অবস্থায় ওই জওয়ানের দেহ উদ্ধার হয়।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম সন্দীপ কুমার। ন’মাস আগে কাজ পেয়েছিলেন তিনি। ছুটি কাটিয়ে কিছু দিন আগেই কাজে যোগ দিয়েছিলেন সন্দীপ। কিন্তু দু’দিন আগেই নিখোঁজ হয়ে গিয়েছিলেন। তার পরই শনিবার বাড়ির কাছেই একটি গাছে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ।
পরিবারের অভিযোগ, সন্দীপকে খুন করা হয়েছে। তবে কে বা কারা খুন করেছেন সে সম্পর্কে কোনও জবাব পাওয়া যায়নি। কিন্তু এটি যে আত্মহত্যার ঘটনা নয়, তা জোর গলায় দাবি করছে সন্দীপের পরিবার। সন্দীপের দাদা যোগেশ কুমার জানিয়েছেন, ন’মাস আগে অগ্নিবীরের প্রশিক্ষণ নিতে অম্বালায় গিয়েছিলেন। সেখান থেকে বিকানেরে যান। মাসখানেক আগে ছুটিতে এসেছিলেন। গত ২ জানুয়ারি কাজে যোগ দেন। বুধবার থেকে সন্দীপের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।