কোটায় আরও এক পড়ুয়ার আত্মহত্যা। প্রতীকী ছবি।
রাজস্থানের কোটায় আরও এক নিট পড়ুয়ার দেহ উদ্ধার হল। বৃহস্পতিবার ওই পড়ুয়ার ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ১৭ দিনের মধ্যে তিন জনের আত্মহত্যার ঘটনায় আবার প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুলিশ সূত্রে খবর, ওড়িশা থেকে কোটায় কোচিংয়ের জন্য এসেছিলেন ওই পড়ুয়া। বিজ্ঞান নগরে একটি বাড়িতে পেয়িং গেস্ট হিসাবে থাকতেন। বাড়ির মালিকই প্রথম ওই পড়ুয়ার দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। কী কারণে আত্মহত্যা, তা স্পষ্ট হয়নি বলে জানিয়েছেন তদন্তকারীরা। তবে পরিবারের লোকজন, কোচিং সেন্টার এবং সহপাঠীদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছে পুলিশ। নিট পড়ুয়ার ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে পুলিশ সূত্রে খবর।
পড়াশোনা নিয়ে কোনও মানসিক চাপে ছিলেন কি না ওই পড়ুয়া, তাঁর মধ্যে কোনও রকম অস্বাভাবিকতা ধরা পড়েছিল কি না, সব দিক খতিয়ে দেখছে পুলিশ। তবে বছরের শুরুতেই পর পর আত্মহত্যার ঘটনায় আবার প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে। তা হলে প্রশাসনিক পদক্ষেপেও কোনও কাজ হচ্ছে না?
বছরের শুরুতেই কোটায় দুই জয়েন্ট এন্ট্রান্স পড়ুয়ার দেহ উদ্ধার হয়। সেই দু’জনের ক্ষেত্রেও কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। এক জনের বাড়ি হরিয়ানায়, অন্য জন মধ্যপ্রদেশের বাসিন্দা। গত ৭ জানুয়ারি নীরজ নামে হরিয়ানার এক পড়ুয়া আত্মহত্যা করেন। ৮ জানুয়ারি দেহ উদ্ধার হয় অভিষেক নামে আর এক পড়ুয়ার।
বছরের শুরুতেই কোটা জেলা প্রশাসন এক রিপোর্টে দাবি করে, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে আত্মহত্যার সংখ্যা কম। ২০২৪ সালে ১৯ জন পড়ুয়া আত্মহত্যা করেন। সেখানে ২০২৩ সালে এই সংখ্যাটি ছিল ২৪।