মহানদীতে চলছে উদ্ধারের কাজ। ছবি: সংগৃহীত।
ওড়িশায় মহানদীতে নৌকা ডুবে মৃত্যু হল চার জনের। নিখোঁজ চার মহিলা এবং তিন শিশু-সহ আরও সাত জন। শুক্রবার সন্ধ্যায় ঝাড়সুগুড়া জেলার রাঙালির সারদা ঘাট এলাকার ঘটনা।
পুলিশ সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় পারাপারের সময় হঠাৎ নৌকাটি ডুবে যায়। সে সময় নৌকায় অন্তত ৫৮ জন যাত্রী ছিলেন। কয়েক জনকে স্থানীয় মৎস্যজীবীরা উদ্ধার করেন। বাকিরা সাঁতরে পারে উঠলেও ডুবে মৃত্যু হয় চার জনের। তাঁদের দেহ উদ্ধার হয়েছে। সাত জন জলের স্রোতে ভেসে গিয়েছেন বলে স্থানীয় সূত্রের খবর।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত নৌকার যাত্রীরা পার্শ্ববর্তী বারগড় জেলার পাথারসেনি কুডায় একটি মন্দির দর্শন করে নৌকায় ফিরে আসার সময় দুর্ঘটনা ঘটে। নৌকাডুবির খবর পেয়ে রাতেই দুর্ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। শুরু হয় তল্লাশি অভিযান। শনিবার সকাল থেকেও চলছে সন্ধান। কিন্তু সাত জনের খোঁজ মেলেনি এখনও। ওড়িশায় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক সোমবার এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা করেছেন।