Bomb Threat

হাসপাতালের পর এ বার বিএমসির সদর দফতর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! হুলস্থুল মুম্বইয়ে

বিএমসির সদর দফতরে পাঠানো হুমকি ইমে প্রসঙ্গে পুলিশের এক কর্তা বলেন, ‘‘অজ্ঞাতপরিচয় ব্যক্তি ইমেল পাঠিয়ে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। তবে আমরা তল্লাশি চালিয়েও সন্দেহজনক কিছু পাইনি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৪ ০৯:০৭
Share:

বিএমসি-র সদর দফতর। — ফাইল চিত্র।

হাসপাতালের পর এ বার বৃহন্মুম্বই পুরসভা ভবন (বিএমসি) বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এল। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে বিএমসি-র সদর দফতরে বোমাতঙ্ক ছড়ায়। একটি ইমেল পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে তল্লাশি চালিয়েও কোনও সন্দেহজনক কিছু মেলেনি বলেই পুলিশ সূত্রে খবর।

Advertisement

মঙ্গলবার সকালের দিকে মুম্বইয়ের ৫০টির বেশি হাসপাতালে এক সঙ্গে হুমকি ইমেল পাঠানো হয়েছিল। মুম্বই পুলিশের এক উচ্চপদস্থ কর্তা সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, হুমকি ইমেলে প্রেরক দাবি করেছেন, হাসপাতালের বাথরুম এবং শয্যার নীচে বোমা রাখা হয়েছে। এই একই মর্মে লেখা ইমেল জেজে হাসপাতাল, কেইএম হাসপাতাল, কোহিনুর হাসপাতাল, সেভেন হিল হাসপাতাল-সহ শহরের ৫০টির বেশি হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএমসির সদর দফতরে পাঠানো হুমকি ইমে প্রসঙ্গে পুলিশের এক কর্তা বলেন, ‘‘অজ্ঞাতপরিচয় ব্যক্তি ইমেল পাঠিয়ে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। তবে আমরা তল্লাশি চালিয়েও সন্দেহজনক কিছু পাইনি। তবে এই হুমকি ইমেল পাওয়ার পর বিএমসির সদর দফতরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। হুমকি ইমেল পাঠানোর নেপথ্যে কে বা কারা রয়েছে, তার খোঁজ শুরু হয়েছে।’’ ওই পুলিশ কর্তা আরও দাবি করেছেন, প্রেরক ভিপিএন নেটওয়ার্ক ব্যবহার করে ইমেল পাঠিয়েছিলেন।

Advertisement

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে দেশ জুড়ে বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় এমন বোমা মেরে উড়িয়ে দেওয়ার ইমেল পাঠানো হচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রেই প্রেরকদের নিশানায় থাকছে বিমানবন্দর, হাসপাতাল এবং স্কুল। মঙ্গলবারই পটনার জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দর এবং গুজরাতের বরোদা বিমানবন্দরে হুমকি ইমেল পাঠানো হয়। তবে দু’জায়গাতেই তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement