প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। ছবি পিটিআই।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের বক্তৃতা চলাকালীন টেলিভিশন সেট মিউট (নিঃশব্দ) করে চলল বিজেপি নেতা-কর্মীদের নাচ। ওই অনুষ্ঠানে সেই সময় উপস্থিত হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর এবং বিজেপির রাজ্য সভাপতি সুরেশ কাশ্যপ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের সোলনে। বক্তৃতা চলাকালীন বিজেপি নেতা-কর্মীদের নাচের ভিডিয়ো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
হিমাচল প্রদেশে জয়রাম ঠাকুরের নেতৃত্বাধীন বিজেপি সরকার চলতি সপ্তাহে তিন বছর পূর্ণ করেছে। সেই উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের আয়োজন করে বিজেপি। সোলনে মিউনিসিপাল কমিটি হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বক্তৃতার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল রাজনাথকে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, বিশাল টেলিভিশনে প্রতিরক্ষা মন্ত্রীর ভার্চুয়াল বক্তৃতা চলছে, কিন্তু টেলিভিশনের শব্দ বন্ধ করা। তার সামনেই গান চালিয়ে চলছে বিজেপি নেতা, কর্মী, সমর্থকদের নাচ। পুরুষদের সঙ্গে বেশ কয়েকজন মহিলাকে স্থানীয় লোকনৃত্য ‘নট্টী’ করতে দেখা গিয়েছে ওই ভিডিয়োটিতে। ওই নাচে যোগ দিয়েছিলেন স্থানীয় পুরসভার বিজেপি নেতারাও। ওই ভিডিয়োটিতে আরও দেখা গিয়েছে, মঞ্চে উপবিষ্ট মুখ্যমন্ত্রী, বিজেপির রাজ্য সভাপতি নাচ-গানের মধ্যেও রাজনাথের বক্তৃতা শোনার চেষ্টা করছেন। গোটা পরিস্থিতির জেরে তাঁরা দৃশ্যতই অস্বস্তিতে।
এই ঘটনা নিয়ে বিজেপিকে খোঁচা দিতে ছাড়ছেন না বিরোধীরা। তাঁদের কটাক্ষ, ‘‘এটাই তো বিজেপির দলীয় সংস্কৃতি।’’