West Bengal Assembly Election 2021

দিদির ইচ্ছাই পূর্ণ হবে: শাহ

বিহার ও বাংলার বিধানসভা ভোটই এখন বিজেপি শীর্ষ নেতৃত্বের পাখির চোখ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০২০ ০৪:৫০
Share:

স্বরাষ্ট্রম অমিত শাহ।—ফাইল চিত্র।

বিজেপি বাংলার সরকার চালাক’ বলে ‘মমতা দিদি’ যে ইচ্ছা প্রকাশ করেছেন, খুব শীঘ্রই বাংলার জনতা তা পূরণ করবে বলে দাবি করলেন অমিত শাহ। আজ স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ‘‘আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে।’’

Advertisement

বিহার ও বাংলার বিধানসভা ভোটই এখন বিজেপি শীর্ষ নেতৃত্বের পাখির চোখ। আগামী সপ্তাহের ৯ জুন থেকে ভার্চুয়াল র‌্যালি-র মাধ্যমেই বিহারের প্রচার শুরু করে দিচ্ছেন অমিত শাহ। তার আগে আজ ফের পরিযায়ী শ্রমিকদের ট্রেন নিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করেছেন। অমিত বলেন, ‘‘উত্তরপ্রদেশ ১২০০ ট্রেন নিয়েছে, বিহার প্রায় হাজার ট্রেন নিয়েছে। কিন্তু বাংলায় ১০০ ট্রেনও ঢোকেনি। কোনও বাঙালি যদি নিজের রাজ্যে ফিরতে চান, তা হলে তাদের ট্রেনকে করোনা এক্সপ্রেস নাম দেওয়া কতখানি ঠিক? বাঙালিরা কী দোষ করেছেন যে নিজেদের রাজ্যে যেতে পারবেন না!’’ এই মন্তব্যের পরেই তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন বলেন, ‘‘অমিত শাহজি, আপনার দলের সর্বোচ্চ অগ্রাধিকার স্পষ্ট করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার অগ্রাধিকার কোভিড মোকাবিলা নয়। আমপানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নয়। ২০২১-এর বাংলার নির্বাচনই আপনার অগ্রাধিকার।’’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিছু দিন আগে কেন্দ্রকে তোপ দেগে বলেছিলেন, ‘‘আমি অমিত শাহকে বলেছিলাম, আপনার যদি মনে হয় আমার সরকার পারছে না, আপনি নিজে দায়িত্ব নিন না।’’ আজ এক সাক্ষাৎকারে তা নিয়ে প্রশ্ন করা হলে অমিত হাসতে হাসতে বলেন, ‘‘আমি তো সরকার চালাতে পারব না। আমি তো সাংসদ। তবে মমতা দিদির ইচ্ছে বিজেপি বাংলার সরকার চালাক! সেই ইচ্ছে বাংলার জনতা শীঘ্রই পূরণ করবে। বাংলায় যে অব্যবস্থা চলছে, তার পরে মানুষ পরিবর্তন চায়।’’ ডেরেকের জবাব, ‘‘আপনি আপনার রাজনীতি করুন। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই করবেন যেটা তিনি সবথেকে ভাল পারেন। তা হল, মানুষের পা‌শে থাকা।’’

Advertisement

আরও পড়ুন: ‘মিত্রোঁ’ তো পাক অ্যাপ! নেট দুনিয়ায় কটাক্ষ

আরও পড়ুন: মোদীর আশ্বাসের পরেই শো-কজ় এমস ডাক্তারকে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement