কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের বাড়িতে বিজেপি-র বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের উপস্থিতি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে সিপিএম। এ বার ত্রিপুরার সিপিএমের বিরুদ্ধে নির্বাচনী চাঁদা ও ভোটার তালিকার অনিয়ম নিয়ে পাল্টা নালিশ জানাতে চলেছে বিজেপি।
ত্রিপুরায় সরকারি কর্মচারীদের ‘নির্বাচনী অনুদান’ লেখা রসিদ দিয়ে মাথা পিছু তিন হাজার টাকা করে সিপিএম চাঁদা নিচ্ছে বলে বিজেপি-র অভিযোগ। রাজ্যে বিজেপি-র তরফে নির্বাচনের দ্বায়িত্বপ্রাপ্ত ও অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার প্রশ্ন, কমিশনের অনুমতি নিয়ে কি এমন রসিদ ছাপানো হয়েছে? চাঁদা তোলা বন্ধ না হলে সিপিএমের রাজ্য সম্পাদক বিজন ধরের থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন হিমন্ত। পাশাপাশিই তাঁর অভিযোগ, ত্রিপুরার প্রত্যেক বিধানসভা কেন্দ্রে কমপক্ষে ৯০০ থেকে ১২০০ মৃত ও ভুয়ো ব্যক্তির নাম আছে | তা নিয়েও কমিশনের কাছে অভিযোগ জানানো হবে।
আইপিএফটি-র সঙ্গে নির্বাচনী জোট নিয়ে আজ সারাদিন আগরতলায় বৈঠক হয়েছে। গুয়াহাটিতে কাল আবার দু’পক্ষের বৈঠকের পরে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে হিমন্তের আশা।