Uttar Pradesh

Uttar Pradesh: কাজের নিরিখে ভোটের টিকিট, বিজেপি বিধায়কদের রিপোর্ট কার্ড তৈরি হচ্ছে উত্তরপ্রদেশে

রাজ্যের বিজেপি বিধায়কদের পারফরম্যান্সের রিপোর্ট কার্ড তৈরির সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ জুন ২০২১ ২০:৩৩
Share:

ফাইল চিত্র।

উত্তরপ্রদেশ নিয়ে আশঙ্কার মেঘ ঘনাচ্ছে বিজেপি শিবিরে। পঞ্চায়েত নির্বাচনে যে শোচনীয় ফল হয়েছে, বিধানসভা ভোটে যাতে প্রতিফলন না ঘটে তারই ‘ওয়ার্ম আপ’ শুরু করে দিয়েছেন বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব।

রাজ্যের বিজেপি বিধায়কদের পারফরম্যান্সের রিপোর্ট কার্ড তৈরির সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। কে কেমন কাজ করেছেন, কার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে সব খতিয়ে দেখার পরই সেই সব বিধায়কদের ভোটে টিকিট পাওয়ার ভাগ্য স্থির হবে।

সূত্রের খবর, বুথ স্তর থেকে জেলা স্তর সব জায়গা থেকেই বিধায়কদের সম্পর্কে রিপোর্ট সংগ্রহ করা হবে। এ বার আর শুধু সংগঠনের রিপোর্টের ভিত্তিতে বিধায়কদের রিপোর্ট কার্ড তৈরি করা হবে না। বিধায়কদের পারফরম্যান্স সম্পর্কে জানতে কাজে লাগানো হবে বেসরকারি এজেন্সিকেও। সংগঠন এবং বেসরকারি এজেন্সির রিপোর্টের ভিত্তিতেই বিধায়কদের চূড়ান্ত রিপোর্ট কার্ড তৈরি হবে।

বিধায়কদের রিপোর্টের তিনটে ভাগ থাকবে— খুব ভাল, ভাল এবং মোটামুটি। সূত্রের খবর, যাঁরা ‘খুব ভাল’র তালিকায় পড়বেন তাঁদের শুধু ভোটের টিকিটই দেওয়া হবে না, সঙ্গে আগামী নির্বাচন এবং দলে বড় দায়িত্বও দেওয়া হবে।

যাঁরা ‘ভাল’ বিভাগে পড়বেন তাঁদের ক্ষেত্রেও একই ধরনের প্রস্তাব থাকতে পারে বলে সূত্রের খবর। তবে টিকিট দেওয়ার ক্ষেত্রে বিষয়টি বিবেচনা করা হবে। আর যাঁরা ‘মোটামুটি’ বিভাগে থাকবেন তাঁদের আগামী ৬ মাস ভাল ভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে। শুধু তাই নয়, এই বিভাগে পড়া বিধায়কদের ভাবমূর্তি উজ্জ্বল করার একটা সুযোগও দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement