‘মহারাষ্ট্রে সরকার গড়ার দায় বিজেপির’, বল ঠেললেন পওয়ার, দৌড়ে নেই কংগ্রেসও

বিজেপির হাতে রয়েছে আর মাত্র তিন দিন। ৭ নভেম্বরের মধ্যে সরকার গড়তে না পারলে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৯ ০২:৫৬
Share:

ছবি: পিটিআই।

নজর ছিল দু’টি হাই প্রোফাইল বৈঠকের দিকে। সকালে অমিত শাহের সঙ্গে দেবেন্দ্র ফডণবীসের। সন্ধ্যায় সনিয়া গাঁধীর সঙ্গে শরদ পওয়ারের। দিনের শেষে পওয়ার স্পষ্ট করে দেন, তিনি বা কংগ্রেস মহারাষ্ট্রে সরকার গড়ার দৌড়ে নেই। তাঁর কথায়, ‘‘সরকার গড়ার দায় বিজেপির।’’

Advertisement

এ দিকে বিজেপির হাতে রয়েছে আর মাত্র তিন দিন। ৭ নভেম্বরের মধ্যে সরকার গড়তে না পারলে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। এই পরিস্থিতিতে আজ দিল্লি এসে শাহের সঙ্গে দেখা করেন বিজেপির মুখ্যমন্ত্রী প্রার্থী ফডণবীস। সরকারি ভাবে মহারাষ্ট্রে অসময়ের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষিদের ত্রাণ দেওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে ফডণবীস দাবি করলেও, বিজেপি সূত্রের খবর, কী ভাবে শিবসেনাকে মানিয়ে সরকার গড়া যায় তা নিয়ে কথা হয় দু’নেতার।

অর্ধেক সময়ের জন্য মুখ্যমন্ত্রিত্বের দাবিতে এখনও অনড় শিবসেনা। আজ বিকেলে রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারির সঙ্গে দেখা করেন দলের নেতা সঞ্জয় রাউত ও রামদাস কদম। পরে রাউত বলেন, ‘‘আমাদের অবস্থান স্পষ্ট করা হয়েছে রাজ্যপালের কাছে। শিবসেনা যে সরকার গড়ায় কোনও বাধা হয়ে দাঁড়াবে না, তা-ও বলা হয়েছে তাঁকে।’’

Advertisement

আরও পড়ুন: শুরুতেই হোঁচট খেল মোদী সরকারকে কোণঠাসা করার কংগ্রেসের উদ্যোগ

তবে রাজনৈতিক সূত্র বলছে, মুখে মুখ্যমন্ত্রিত্বের দাবি জানালেও, আসলে উপমুখ্যমন্ত্রিত্বেই খুশি শিবসেনা। মূল লড়াইটি চলছে দফতর বণ্টন ঘিরে। শিবসেনার দাবি, অর্থ দফতর দিতে হবে। না হলে অন্তত স্বরাষ্ট্র। কোনও সরকারের চালিকা শক্তিই হল স্বরাষ্ট্র এবং অর্থ— এই দু’টি দফতর। তাই একটিও ছাড়তে রাজি নন ফডণবীস।

বিজেপি সূত্রের মতে, যদি একান্তই জট না খোলে, সে ক্ষেত্রে নতুন করে ভোটে যাওয়া নিয়ে পরিষদীয় দল কী ভাবছে, তা দ্রুত কেন্দ্রীয় নেতৃত্বকে জানাতে বলা হয়েছে ফডণবীসকে। দল যে প্রয়োজনে পুনর্নির্বাচনের কথা ভাবছে, সেই জল্পনা উস্কে দিয়ে পর্যটনমন্ত্রী জয়কুমার রাওল বলেছেন, ‘‘আবার লড়তে দেওয়া হোক।’’

সব দেখে শিবসেনা বলেছে, বল এখন বিজেপির কোর্টে। সিদ্ধান্ত যা নেওয়ার ওঁদেরই নিতে হবে।

বিজেপির কোর্টে বল ঠেলে শাহদের কোণঠাসা করার নীতি নিয়েছেন এনসিপি-প্রধান শরদ পওয়ারও। শিবসেনাকে সামনে রেখে এনসিপি-কংগ্রেস সরকার গড়বে কি না, সেই সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে বসেছিলেন পওয়ার ও সনিয়া। বৈঠক শেষে পওয়ার বলেন, ‘‘আমাদের লক্ষ্য বিরোধী আসনে বসা।’’

শিবসেনা সরকার গড়তে এনসিপি-র সমর্থন চেয়েছে বলে যে জল্পনা ছিল তা-ও উড়িয়ে দিয়ে পওয়ার বলেন, ‘‘শিবসেনা আমাদের সমর্থন চায়নি। আমরাও আগ বাড়িয়ে ওদের সমর্থন দিতে চাইনি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement