মণিপুরে মিছিল বিজেপির

কার্ফু অগ্রাহ্য করে বিধানসভা চত্বরের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের মারধরে চার বিজেপি কর্মী জখম হয়েছেন বলে অভিযোগ উঠল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৪০
Share:

কার্ফু অগ্রাহ্য করে বিধানসভা চত্বরের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের মারধরে চার বিজেপি কর্মী জখম হয়েছেন বলে অভিযোগ উঠল।

Advertisement

মণিপুরে কনস্টেবল নিয়োগ নিয়ে চলতে থাকা বিক্ষোভের অংশ হিসেবে বিজেপি কর্মীরা আজ বিধানসভা অভিযান করে। আগের দিন বিজেপি মিছিল থেকে দুই বিধায়ককে গ্রেফতার করেছিল পুলিশ। বিধানসভা অধিবেশন চলাকালীন বিজেপি যাতে হাঙ্গামা না করতে পারে, তাই বিধানসভার চারদিকে এক কিলোমিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহ। অধিবেশনের প্রথম দিনও বিধানসভা অভিযান চালায় বিজেপি। বিজেপির তরফে অভিযোগ তোলা হয়, সে দিন বিক্ষোভ চলাকালীন পুলিশের লাঠির আঘাত ও কাঁদানে গ্যাসের শেলে জখম হন গেরুয়া দলের ছ’জন সদস্য-সমর্থক।

এ দিন বিধানসভার বাইরে পুলিশ বিজেপির মিছিল ঠেকাতে লাঠি, স্মোক বোম, কাঁদানে গ্যাস ব্যবহার করে বলে অভিযোগ। চার বিজেপি কর্মী জখম হয়ে রিমসে ভর্তি। সেই সঙ্গে ইনারলাইন পারমিটের দাবিতেও একটি মিছিল কার্ফু ভেঙে বিধানসভার কাছে বিক্ষোভ দেখায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement