প্রতীকী ছবি।
বিধানসভা ভোটে কংগ্রেসের কাছে পর্যুদস্ত হওয়ার পর রাজস্থানে পঞ্চায়েতের উপনির্বাচনে কিছুটা ঘুরে দাঁড়াল বিজেপি। জিতল ৫টি পঞ্চায়েত সমিতি ও একটি জেলা পরিষদে। কংগ্রেস জয়ী হয়েছে ৪টি পঞ্চায়েত সমিতিতে। ফলে, কংগ্রেসকে পিছু হঠতে হল। রবিবার ওই উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে।
বিজেপি যে ৫টি পঞ্চায়েত সমিতি জিতেছে, তাদের মধ্যে রয়েছে, ভিলওয়াড়ার মণ্ডলগড়, চুরুর বিদাসার, দৌসার লাওয়ান, নাগায়ৌরের মেরতা ও পালির জইতারণ।
এ ছাড়াও, আলওয়াড় জেলা পরিষদটি পেয়েছে বিজেপি। ও দিকে, কংগ্রেস ঢোলপুর জেলার বারির তিনটি পঞ্চায়েত সমিতিই পেয়েছে। জিতেছে কোটারও একটি পঞ্চায়েত সমিতিতে।
আরও পড়ুন- আগে আমার সম্প্রদায়, তার পরে জনগণের কাজ করব! বিতর্কিত মন্তব্য রাজস্থানের মন্ত্রীর
আরও পড়ুন- বিজেপির টিকিটে বাংলায় প্রার্থী বলিউডের একঝাঁক? মুম্বইয়ে বৈঠকের পর জোর জল্পনা