Pragya Singh Thakur

‘আত্মরক্ষায় ঘরে ধারালো অস্ত্র রাখুন’, কট্টরপন্থীদের সভায় নিদান বিজেপি সাংসদ প্রজ্ঞার

মধ্যপ্রদেশের ভোপাল লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুরের দাবি, সন্তানদের মিশনারি স্কুলে পাঠিয়ে নিজেদের পায়েই কুড়ুল মারছেন দেশের বহু মা-বাবা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ ১৭:৫১
Share:

রবিবার কর্নাটকের শিবমোগায় বিতর্কিত মন্তব্য করেন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুর। ছবি: সংগৃহীত।

আত্মরক্ষার জন্য নিজেদের ঘরে ধারালো অস্ত্র রাখুন। হিন্দুদের এই বিতর্কিত নিদান দিলেন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুর। প্রজ্ঞার মতে, হিন্দুদের উপর হামলা চালানো হলে নিজেদের বাঁচাতে এবং আত্মসম্ভ্রম বজায় রাখতে হামলাকারীকে যোগ্য জবাব দেওয়ার অধিকার রয়েছে তাঁদের।

Advertisement

রবিবার কর্নাটকের শিবমোগায় হিন্দুদের একটি সম্মেলনে প্রজ্ঞা বলেন, ‘‘আপনাদের ঘরে অস্ত্র রাখুন। যদি কিছু না থাকে, তা হলে অন্তত সব্জি কাটার ছুরিতে শান দিন। প্রত্যেকেরই আত্মরক্ষার অধিকার রয়েছে। যদি কেউ আমাদের ঘরে ঢুকে আক্রমণ করে, তাঁদের যোগ্য জবাব দেওয়ার অধিকার রয়েছে আমাদের।’’

‘হিন্দু জাগরণ বেদিকে’ নামে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সঙ্গে যুক্ত এক সংগঠনের দক্ষিণাঞ্চলীয় শাখার বার্ষিক সম্মেলনে রবিবার উপস্থিত ছিলেন প্রজ্ঞা। সেখানে নিজের ভাষণে সংখ্যালঘু সম্প্রদায়ের নাম না করে তাঁদের আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। প্রজ্ঞার দাবি, ‘‘ওদের লভ জিহাদ ছাড়া আর কিছুই নেই। ওদের ওই পরম্পরা রয়েছে। ওরা ভালবাসলেও তাতে জিহাদ করে। আমরাও (হিন্দুরা) ভালবাসি। তবে আমাদের ভালবাসা ঈশ্বরের প্রতি।’’

Advertisement

মধ্যপ্রদেশের ভোপাল লোকসভা কেন্দ্রের সাংসদ প্রজ্ঞা এখানেই থামেননি। তাঁর দাবি, সন্তানদের মিশনারি স্কুলে পাঠিয়ে নিজেদের পায়েই কুড়ুল মারছেন দেশের বহু মা-বাবা। ওই অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘‘(সন্তানদের মিশনারি স্কুলে পাঠিয়ে) নিজেদের জন্য বৃদ্ধাশ্রমের দরজা খুলছেন আপনারা। এতে আপনার সন্তান আর আপনার সংস্কৃতির থাকবে না। তারা স্বার্থপর হয়ে বৃদ্ধাশ্রমের প্রথায় বেড়ে উঠবে।’’ অভিভাবকদের প্রতি তাঁর পরামর্শ, ‘‘ঘরে পুজোপাঠ করুন। ধর্মশাস্ত্র পড়ুন। আপনার সন্তানদেরও এ সম্পর্কে শিক্ষা দিন, যাতে তারা আমাদের সংস্কৃতি এবং মূল্যবোধ সম্পর্কে জানতে পারে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement