Rahul Gandh

Rahul Gandhi: কী বলতে হবে, রাহুলের প্রশ্নে খোঁচা বিজেপির

আপাত ভাবে গতকাল তেলঙ্গানার ওয়ারাঙ্গলে কংগ্রেসের জনসভার আগে রাহুল গান্ধীর এই ভিডিয়ো আজ বিজেপি প্রকাশ্যে এনেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ মে ২০২২ ০৬:১১
Share:

ছবি সংগৃহীত।

‘হোয়াট ইজ় দ্য মেন থিম টুডে? কেয়া এক্স্যাক্টলি বোলনা হ্যায়?’

Advertisement

জলের বোতলে চুমুক দিয়ে তেলঙ্গানার কংগ্রেস নেতাদের কাছে জানতে চাইছেন রাহুল গান্ধী।

আপাত ভাবে গতকাল তেলঙ্গানার ওয়ারাঙ্গলে কংগ্রেসের জনসভার আগে রাহুল গান্ধীর এই ভিডিয়ো আজ বিজেপি প্রকাশ্যে এনেছে। এবং তাকে হাতিয়ার করে ফের রাহুল গান্ধীকে নিশানা করেছে। সঙ্গে দোসর হয়েছে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দল টিআরএস-ও।

Advertisement

দিন চারেক আগেই নেপালের কাঠমান্ডুর এক নাইটক্লাবে রাহুল গান্ধীর ভিডিয়ো প্রকাশ্যে আসায়, বিজেপি রাহুলের রাজনীতিতে আগ্রহ নিয়েই প্রশ্ন তুলেছিল। এবার রাহুল তেলঙ্গানায় গিয়ে জনসভার আগে তার বিষয় জানতে চাইছেন বলে অভিযোগ তুলে বিজেপির কটাক্ষ, বিদেশ সফর ও নাইটক্লাবের মাঝে অল্প সময়ের জন্য রাজনীতি করতে নামলে এমনই হয়!

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবীয়ের কটাক্ষ, ‘‘চাষিদের সমবেদনা জানাতে সভার আগে রাহুল গান্ধী প্রশ্ন করছেন, হোয়াট ইজ় দ্য থিম, কেয়া বোলনা হ্যায়? ব্যক্তিগত বিদেশ সফর ও নাইটক্লাবের ফাঁকে মাঝে মাঝে রাজনীতি করলে এমনই হয়। মনে ক্ষমতা অধিকারের এতটাই ভাবনা!’’ ওয়ারাঙ্গলের জনসভা থেকে মূলত টিআরএস ও মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকেই নিশানা করেছিলেন রাহুল। টিআরএস-ও রাহুলের ভিডিয়ো নিয়ে কটাক্ষ করার সুযোগ ছাড়েনি। দলের নেতা ওয়াই সতীশ রেড্ডির মন্তব্য, ‘‘যাঁদের তেলঙ্গানা নিয়ে কোনও ধারণা নেই, তাঁরা ছুটিতে বেড়াতে এসেছেন।’’

নেপালের ভিডিয়ো নিয়ে তা-ও কংগ্রেসের নেতারা রাহুলকে আড়াল করার চেষ্টা করেছিলেন। বলেছিলেন, তিনি কাঠমান্ডুতে এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেটা কোনও অপরাধ নয়। কিন্তু রাহুলের গতকালের ভিডিয়ো নিয়ে কংগ্রেসের নেতারা কার্যত কোনও জবাবই খুঁজে পায়নি। কংগ্রেস মুখপাত্র পবন খেরা বলেছেন, ‘‘এর কী জবাব দেব! অমিত মালবীয় নিজে অপরিণত। তিনি গোটা দেশকে অপরিণত ভাবেন!’’

রাহুল আজ হায়দরাবাদে তেলঙ্গানা প্রদেশের কংগ্রেসের বর্ধিত কমিটির সঙ্গে বৈঠকে দলের নেতাদের সতর্ক করে বলেছেন, তাঁরা যেন সংবাদমাধ্যমে মুখ না খোলেন। রাহুল বলেছেন, ‘‘কংগ্রেস পরিবারের মতো। এখানে সকলের কথাই শোনা হয়। সঙ্ঘ পরিবারের মতো একজন সব সিদ্ধান্ত নেয় না। অভিযোগ থাকলে দলের ভিতরে মুখ খোলা যাবে। কিন্তু বাইরে মুখ খুললে দলের ক্ষতি হবে। তা মেনে নেওয়া হবে না।’’

দলের নেতা-কর্মীদের এই বার্তা দিলেও রাহুলের নিজের ভিডিয়ো কীভাবে বাইরে এল, কেনই বা রাহুল ক্যামেরার সামনে এই মন্তব্য করতে গেলেন, তা নিয়ে কংগ্রেসের অন্দরেই প্রশ্ন উঠেছে। গতকাল রাহুলের জনসভা থেকে কংগ্রেস ‘ওয়ারাঙ্গল ঘোষণাপত্র’ প্রকাশ করে ক্ষমতায় এলে কৃষকদের ঋণ মকুবের মতো একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছে।
প্রশ্ন উঠেছে, রাহুল কি এই জনসভার কর্মসূচির কথা আগেভাগে জানতেন না? ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাহুল যেখানে কংগ্রেসের নেতাদের সঙ্গে কথা বলছেন, সেখানে অনেকেই মোবাইলে ভিডিয়ো তুলছেন। তা সত্বেও রাহুল এমন অসাবধানী হলেন কেন? এমআইএম নেতা আসাদুদ্দিন ওয়েইসি কটাক্ষ করেছেন, ‘‘রাহুল এবার ওয়ানাড থেকেও হারবেন। চাইলে হায়দরাবাদ থেকে ভোটে লড়তে পারেন।’’

ওয়ারাঙ্গলে রাহুলের জনসভার পরে আজ কেসিআর-পুত্র কে টি রামা রাও সেই শহরে গিয়ে জনসভা করেছেন। বস্ত্র পার্কের উদ্বোধন করেছেন। কেসিআর-সরকার ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে রাহুলের সভার অনুমতি না দেওয়ায় কংগ্রেসের ছাত্র পরিষদের সদস্যরা প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতার হন। ১৮ জনকে পুলিশ গ্রেফতার করার পরে আদালত তাঁদের ১৪ দিনের জন্য জেলে পাঠিয়েছে। রাহুল আজ জেলে গিয়ে ছাত্র পরিষদের সদস্যদের সঙ্গে দেখা করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement