BJP

আবাসন-দুর্নীতি নিয়ে নিজের সরকারকে প্রশ্ন

টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের বিধায়ক আশিসকুমার। চিঠিতে তিনি দাবি করেছেন, প্রকল্পটিই বেআইনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২০ ০১:৫৪
Share:

প্রতীকী ছবি।

রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্ম নিয়ে বিরোধীরা নানা অভিযোগ তুলে এসেছে এত দিন। এখন শাসক দলের বিধায়করাই বিভিন্ন অনিয়মের তথ্য তুলে ধরে রাজ্য সরকারকে বিব্রত করছেন। বিজেপির বিধায়ক আশিসকুমার সাহা বহুতল আবাসন প্রকল্প নিয়ে অভিযোগ তুলে শনিবার মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন। চিঠির বক্তব্য, রাজ্য সরকারের সংস্থা টাউন আরবান প্ল্যানিং ডেভেলপমেন্ট অথরিটি বা ‘টুডা’ ক্রেতাদের সঙ্গে বিভিন্ন ভাবে প্রতারণা করছে।

Advertisement

টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের বিধায়ক আশিসকুমার। চিঠিতে তিনি দাবি করেছেন, প্রকল্পটিই বেআইনি। টুডা ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছে। গুণমান ঠিক রেখে, বাইরের থেকে আসা সংস্থার থেকে কম মূল্যে কাজ করতে রাজি হয়েছিল রাজ্যের নির্মাণকারী সংস্থাগুলি। তবু বরাত পেয়েছে বাইরের সংস্থা। বহুতল আবাসনগুলি তৈরির ক্ষেত্রে নিয়ম-নীতির তোয়াক্কা করা হচ্ছে না। প্রযুক্তিগত দোষত্রুটি থেকে যাচ্ছে। এমনকি কেন্দ্রীয় সরকারের ‘রিয়েল এস্টেট অ্যাক্ট ২০১৬ বা ‘রেরা’ আইনটিও লঙ্ঘন করা হচ্ছে।

দলীয় বিধায়কের এই চিঠি প্রসঙ্গে বিজেপির প্রধান মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন, “সরকার সম্পূর্ণ ভাবে নিয়ম-নীতি মেনে, স্বচ্ছ ভাবে কাজ করছে। তার পরেও কোথাও ত্রূটিবিচ্যুতি হয়েছে কি না খোঁজ নেওয়া হচ্ছে।”

Advertisement

চিঠির বিষয় প্রকাশ্যে আসার পরে বাম আমলের প্রাক্তন পূর্তমন্ত্রী ও সিপিএমের বিধায়ক বাদল চৌধুরীর মন্তব্য, “আশিসবাবু একদম ঠিক কাজ করেছেন। আগরতলা শহরের উপরে বামফ্রন্টের সময়ে এই জায়গাটিকে বাণিজ্যকেন্দ্র করার জন্য চিহ্নিত করা হয়েছিল। আগে বেশির ভাগ প্রকল্পের কাজই কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভিন্ন সংস্থাকে দিয়ে করানো হত। বিজেপি সরকার আসার পর থেকে বেসরকারি সংস্থাগুলিকে দিয়ে এই ধরনের বড় কাজগুলি করানো হচ্ছে।’’ বাদলবাবুর আরও কটাক্ষ, “এতে করে কারা লাভবান হচ্ছে, এই প্রশ্ন থেকেই যাচ্ছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement