মালবানী থানার এফআইআর-এ বলা হয়েছিল, গত ১৯ ফেব্রুয়ারি সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ দিশা সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেছিলেন। সেই সময়ে উপস্থিত ছিলেন তাঁর পুত্রও। সেই সম্পর্কেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় তাঁদের।
নারায়ণ রাণে।
দিশা সালিয়ানের মৃত্যু সম্পর্কে বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে গত কাল কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা নারায়ণ রাণে ও তাঁর পুত্র নীতেশকে জিজ্ঞাসাবাদ করল মুম্বই পুলিশ। প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের প্রাক্তন ম্যানেজার ছিলেন দিশা।
গত কাল মালবানী থানায় দুপুর পৌনে ২টো নাগাদ পৌঁছন নায়ায়ণ ও তাঁর পুত্র। রাত পৌনে ১১টা পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ পর্ব। থানা থেকে বেরোনোর সময়ে নারায়ণ দাবি করেছেন, দিশার মৃত্যু পরে শিবসেনা নেতা তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে তাঁকে দু’বার ফোন করেছিলেন। উদ্ধব তাঁকে দিশার মৃত্যুর বিষয়ে কোনও মন্তব্য না করতেও অনুরোধ জানান বলে দাবি নারায়ণের। যদিও এই বিষয়ে মুখ্যমন্ত্রীর অফিস কিংবা শিবসেনা মুখপাত্রের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
এর আগে মালবানী থানায় নীতেশকে বৃহস্পতিবার এবং নারায়ণকে শুক্রবার উপস্থিত হওয়ার নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু তাঁদের আইনজীবী জানান, ব্যস্ততার কারণে নির্ধারিত দিনে উপস্থিত থাকতে পারবেন না পিতা-পুত্র। তার বদলে শনিবার তাঁরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছিল।
যদিও মুম্বইয়ের এক আদালতে শুক্রবারই নারায়ণ ও নীতেশ আগাম জামিনের আবেদন জানান। তা মঞ্জুর করে নিম্ন আদালত জানিয়েছে আগামী ১০ মার্চ পর্যন্ত গ্রেফতার করা যাবে না নারায়ণ-নীতেশকে।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ জুন মালাডের একটি বহুতল থেকে ঝাঁপ দিয়ে দিশা আত্মহত্যা করেন বলে অভিযোগ। এর ৬ দিন পরেই বান্দ্রার অ্যাপার্টমেন্টে সুশান্তের ঝুলন্ত দেহ মেলে।
মালবানী থানার এফআইআর-এ বলা হয়েছিল, গত ১৯ ফেব্রুয়ারি সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ দিশা সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেছিলেন। সেই সময়ে উপস্থিত ছিলেন তাঁর পুত্রও। সেই সম্পর্কেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় তাঁদের।
উল্লেখ্য, ২০০৫ সালে উদ্ধবের সঙ্গে বিবাদের জেরে শিবসেনা ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন নারায়ণ। সেই ঘটনার চর্চা ফের শুরু হয়েছে রাজনৈতিক মহলে।