ছবি: সংগৃহীত।
জাতীয় জনসংখ্যা পঞ্জি (এনপিআর) নতুন কোনও ব্যাপার নয়, ২০১০ সালে এমনটাই করা হয়েছিল বলে দাবি করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষেণ রেড্ডি এই দাবি করেছেন। তিনি জানান, শুধু জনকল্যাণের কিছু কাজের জন্য এনপিআরে নাগরিকদের থেকে নতুন কিছু তথ্য চাওয়া হবে।
এনপিআরের সঙ্গে জনগণনার বিশেষ কোনও ফারাক নেই বলেই মনে করছেন রেড্ডি। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে গত কাল বিজেপির একটি সভায় রেড্ডি বলেন, এনপিআরের জন্য দেশের কোনও নাগরিককে সমস্যার মধ্যে পড়তে হবে না। আধার কার্ড, সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য লাগবে না এনপিআরে। মন্ত্রী জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসের ৯ থেকে ২৮ তারিখ পর্যন্ত জনগণনার কাজ চলবে। ২০২০-র এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলবে বাড়ি সংক্রান্ত তথ্য জোগাড়ের কাজ। জনগণনা ও এনপিআরের কাজ এক সঙ্গে চলবে স্মার্ট ফোনে মোবাইল অ্যাপ ব্যবহার করে। এই কর্মসূচি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই কেন্দ্র ও রাজ্য সরকারগুলি বিভিন্ন পরিকল্পনার রূপায়ণ করবে।