প্রতীকী ছবি।
রিয়াং পুনর্বাসনের বিরুদ্ধে জয়েন্ট মুভমেন্ট কমিটির অবরোধের সময়ে ২১ নভেম্বর গুলি ছোড়ার ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রণজয়কুমার দেব।
২১ নভেম্বর পানিসাগর, চামটিলা এবং পেচারথলে জাতীয় সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। তখন রাজ্যের নিরাপত্তাবাহিনীর গুলিতে কাঠমিস্ত্রি শ্রীকান্ত দাস ও অন্য এক জন আহত হন বলে অভিযোগ। পরে শ্রীকান্ত দাসের মৃত্যু হয়।
রণজয়বাবুর দাবি, সে দিন আদৌ গুলিচালনার মতো পরিস্থিতি ছিল না। এখন বিপাকে পড়ে রাজ্য সরকার দাবি করছে, আন্দোলনকারীরাই অশান্তি শুরু করেছেন। তাঁর আরও দাবি, রাজ্যবাসীকে অন্ধকারে রেখে রিয়াং পুনর্বাসনের চুক্তি করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তাতে তাঁর একনায়কতান্ত্রিক মনোভাবই ফুটে উঠেছে। এর আগে বিজেপি বিধায়ক বিনয়ভূষণ দাসও এ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন।