ফাইল ছবি
দেশে জনবিস্ফোরণের জন্য আমির খানের মতো মানুষদের দায়ি করলেন মধ্যপ্রদেশের মন্দসৌরের বিজেপি সাংসদ সুধীর গুপ্ত। তিনি মনে করণে, জনসংখ্যায় সাম্য বজায় থাকছে না এঁদের জন্যই।
কিন্তু কেন এই ভাবনা? বিজেপি সাংসদ জানিয়েছেন, ‘‘ভারতীয় দৃষ্টিভঙ্গি থেকে পুরোটা দেখতে হবে। ধরা যাক আমির খান। যাঁর প্রথম স্ত্রী রিনা, তাঁর দুই সন্তান। তারপরের স্ত্রী কিরণ রাও, তাঁর এক সন্তান। এখন কিরণের সঙ্গে বিচ্ছেদ হয়েছে আমিরের। তিনি তৃতীয় স্ত্রীয়ের সন্ধানে আছেন। এমন ঘটনায় ভারত কী বার্তা পাঠাচ্ছে বিশ্ব জুড়ে?’’
তারপরেই জন্মনিয়ন্ত্রণের প্রশ্ন এনেছেন তিনি। বলেছেন, ‘‘এটা খুবই দুর্ভাগ্যজনক। আমির খানের মতো মানুষের এ দেশে জন্মনিয়ন্ত্রণের বিষয়ে একটা ভূমিকা পালন করার আছে।’’
রবিবারই ছিল আন্তর্জাতিক জনসংখ্যা দিবস। জন্মনিয়ন্ত্রণে ইতিমধ্যে নতুন আইন আনার কথা বলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অসমেও আইন এসেছে। সেই প্রেক্ষিতে বলতে গিয়েই এই কথা বলেছেন সুধীর। তিনি বলেছেন, ‘‘ভারতের ভৌগোলিক এলাকা সামান্যও বাড়েনি, বরং জনসংখ্যা ১৪০ কোটি ছুঁয়ে ফেলেছে। এতে কি কাউকে শুভেচ্ছা বা অভিনন্দন জানানো যায়? পাকিস্তান অনেক কম জনসংখ্যা নিয়েও বেশি ভৌগোলিক এলাকা পেয়েছে। ভারত তার তুলনায় অনেক কম জায়গা পেয়েছে।’’