— প্রতিনিধিত্বমূলক চিত্র।
বিজেপি নেতাকে গুলি করে খুন। ছত্তীসগঢ়ের কাঙ্কেরের ঘটনা। রবিবার পাখানজুর টাউনের পুরানা বাজার এলাকায় এই কাণ্ড হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ‘শত্রুতা’-র কারণেই খুন।
নিহত বিজেপি নেতার নাম অসীম রাই। বয়স ৫০ বছর। রবিবার নিজের স্কুটারে চেপে বেরিয়েছিলেন তিনি। অসীম পাখানজুর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। বিজেপির কাঙ্কার জেলার সহ-সভাপতিও।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্কুটারে চেপে যাওয়ার সময় গুলি খেয়ে পড়ে যান অসীম। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, চিকিৎসকদের প্রাথমিক অনুমান, মাথায় গুলি লেগেছে বিজেপি নেতার। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি স্পষ্ট হবে। আইজি (বস্তার রেঞ্জ) সুন্দররাজ পি জানিয়েছেন, ব্যক্তিগত শত্রুতা বা পেশাগত প্রতিদ্বন্দ্বিতার কারণেই গুলি করা হয়েছে অসীমকে।
২০১৪ সালেও অসীমকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। অভিযুক্ত দু’জনকে পরে গ্রেফতার করা হয়েছিল। সে বার বেঁচে গিয়েছিলেন অসীম। এ বার যদিও শেষরক্ষা হল না।