আবার বিজেপি নেতাকে খুন ছত্তীসগঢ়ে। —প্রতীকী চিত্র।
ছত্তীসগঢ়ে আবার মাওবাদী হামলা। এ বার বিজেপি নেতার বাড়িতে ঢুকে গুলি করে খুন করলেন মাওবাদীরা। জানানো হল, সাবধান করা সত্ত্বেও লৌহ-আকরিক শিল্প নিয়ে প্রচার করছিলেন ওই নেতা। তাই এই ‘হাল’।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত ৮টা নাগাদ ছত্তীসগঢ়ের নারায়ণপুরের বিজেপি জেলা সভাপতি সাগর সাহুর বাড়িতে ঢোকে দু’জন। তাঁরা নিজেরাই জানান যে তাঁরা নিষিদ্ধ সংগঠনের সদস্য। এর পর বিজেপি নেতার মাথায় গুলি করেন তাঁরা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাগরের।
মৃতের পরিবার জানিয়েছে, একটি মোটরবাইক করে আততায়ীরা আসেন। গুলি করে সেটাতেই চম্পট দেন তাঁরা। নারায়ণপুর জেলার পুলিশ সুপার পুষ্কর শর্মা সংবাদমাধ্যমকে বলেন, ‘‘সাগর সাহুর বাড়িতে মোটর বাইকে চেপে দু’জন এসেছিলেন। বিজেপি নেতাকে গুলি করা হয়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। কিন্তু অনেক চেষ্টা সত্ত্বেও সাগরকে প্রাণ বাঁচানো যায়নি। এ ছাড়া আর কোনও তথ্য মেলেনি। তবে তদন্ত শুরু করেছে পুলিশ।’’
অন্য দিকে, মৃতের পরিবার জানাচ্ছে, শুক্রবারের ঘটনার আগে একাধিক বার মাওবাদীদের হুমকি পেয়েছেন সাগর। লৌহ-আকরিক প্ল্যান্ট তৈরি নিয়ে বিজেপি নেতার সমর্থন মাওবাদীদের তাতিয়ে দেয়। এর পরই শুক্রবারের রাতের এই ঘটনা।
কয়েক দিন আগেই একটি বিয়ে বাড়ি থেকে বিজেপি নেতাকে টেনে এনে খুনের ঘটনা ঘটেছে ছত্তীসগঢ়ে। সেখানেও নাম জড়িয়েছে মাওবাদীদের।