Mallikarjun Kharge

’৪৭-এ যে ভাবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়েছিলেন, সে ভাবে লড়ুন! কংগ্রেস নেতা-কর্মীদের ডাক খড়্গের

শুক্রবার অসম, পশ্চিমবঙ্গ,মোট আটটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৩০২ জন জেলা কংগ্রেস কমিটির সভাপতিকে নিয়ে দিল্লিতে আয়োজিত এক সভায় খড়্গে এই মন্তব্য করেন। সভায় ছিলেন রাহুল গান্ধী, কেসি ভেনুগোপাল-সহ অন্যান্য অভিজ্ঞ নেতাও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ ২২:৩০
Share:

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। — ফাইল চিত্র।

ভারতের সামনে এই মুহূর্তে সবচেয়ে বড় বাধা হল সাম্প্রদায়িকতা এবং ঘৃণার রাজনীতি। তার বিরুদ্ধে লড়তে হবে মানুষকেই। কংগ্রেসের দলীয় প্রধানদের এক সমাবেশে দলীয় কর্মীদের এই মর্মেই আহ্বান জানালেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গে।

Advertisement

শুক্রবার অসম, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ-সহ মোট আটটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৩০২ জন জেলা কংগ্রেস কমিটির (ডিসিসি) সভাপতিকে নিয়ে দিল্লিতে আয়োজিত এক সভায় খড়্গে এই মন্তব্য করেন। সভায় উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, কেসি ভেনুগোপাল-সহ অন্যান্য অভিজ্ঞ নেতারাও। সেখানেই খড়্গে বলেন, ‘‘১৯৪৭-৪৮ সালে যে ভাবে আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করেছিলাম, ঠিক সে ভাবেই সাম্প্রদায়িকতা এবং ঘৃণার ক্রমবর্ধমান প্রচারের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। এই মুহূর্তে আমাদের সামনে সবচেয়ে বড় লড়াই সমাজে বিষ ছড়ানো সাম্প্রদায়িক শক্তিগুলির বিরুদ্ধে। এর ফলে একই ধর্মের মানুষের মধ্যেও দূরত্ব তৈরি হচ্ছে। ভাইদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে।’’ এর পরেই কংগ্রেস সভাপতি বলেন, দলের জেলা নেতৃত্বকে এখন থেকেই প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। ভোটগ্রহণের কয়েক মাস আগে নয়, বরং পাঁচ বছর ধরে একটু একটু করে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে দলীয় কর্মীদের।

খড়্গে আরও অভিযোগ করেন, ‘‘বর্তমান সরকার মানুষের কথা না ভেবে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা করছে। মুদ্রাস্ফীতি, বেকারত্ব, অর্থনীতি কিংবা হালের মার্কিন শুল্ক নিয়ে আলোচনা করার জন্য ভোর ৪টে পর্যন্ত সংসদে তর্কবিতর্ক চলে না। বরং শেষরাতে মণিপুর নিয়ে আলোচনা হয়, যাতে আইন প্রণয়নের কাজ গোপনে সেরে ফেলা যায়।’’ সামনেই বেশ কিছু গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন রয়েছে। চলতি বছরেই নির্বাচন রয়েছে বিহারে। আগামী বছর পশ্চিমবঙ্গ এবং অসমে নির্বাচন রয়েছে। নির্বাচন রয়েছে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডেও। সেই আবহেই ডিসিসি-র সভাপতিদের অবিলম্বে প্রস্তুতি শুরু করার আহ্বান জানিয়েছেন খড়্গে। অঞ্চলভিত্তিক দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনারা সততার সঙ্গে কাজ করুন। আমি আপনাদের সঙ্গে আছি। কংগ্রেসের বার্তাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আপনারাই সব চেয়ে গুরুত্বপূর্ণ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement