National News

ত্রাণের প্যাকেটে ফডণবীসের ছবি, বিতর্কে মহারাষ্ট্রের বিজেপি সরকার

মহারাষ্ট্রের সাংলি জেলায় ত্রাণসামগ্রী বিতরণের সময় ওই ছবি সাঁটানো প্যাকেটগুলি নজরে আসে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৯ ২০:৫৯
Share:

ছবি: সংগৃহীত।

বন্যাত্রাণ সামগ্রীর প্যাকেটে মুখ্যমন্ত্রী ও বিধায়কের ছবি দেওয়া স্টিকার লাগিয়ে বিতর্কে জড়াল মহারাষ্ট্রের বিজেপি সরকার। বিরোধী দলের অভিযোগ, বন্যাত্রাণ নিয়েও স্বার্থপরের মতো দলীয় প্রচার করছে বিজেপি। শনিবার এ অভিযোগ করে টুইটারে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন এনসিপি নেতা দলনেতা ধনঞ্জয় মুন্ডে। যদিও মুন্ডের এই অভিযোগ উড়িয়ে বিজেপির দাবি, ত্রাণসামগ্রী যাতে লুঠপাট না হয় এবং সরকারের তরফে সেগুলি যে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে, তা বোঝাতেই ওই ধরনের স্টিকার লাগানো হয়েছে।

Advertisement

মহারাষ্ট্রের সাংলি জেলায় ত্রাণসামগ্রী বিতরণের সময় ওই ছবি সাঁটানো প্যাকেটগুলি নজরে আসে। দেখা যায়, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য চাল ও গমের প্লাস্টিকের প্যাকেটে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস ও বিজেপি বিধায়ক সুরেশ হলবাঙ্করের ছবি দেওয়া স্টিকার রয়েছে। তাতে লেখা, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বিনামূল্যে চাল ও গম বিতরণ।’

এ দিন ওই প্যাকেটের ছবি টুইটারে পোস্ট করেন এনসিপিনেতা মুন্ডে। সেই সঙ্গে তাঁর প্রশ্ন, ‘সরকার কী অগ্রাধিকার দিচ্ছে? স্টিকার ছাপানো! বন্যা দুর্গতদের গত দু’দিন ধরে কোনও ত্রাণসামগ্রী দেওয়া হয়নি, যাতে স্টিকার ছাপানো যায়?’ এ নিয়ে বিজেপি সরকারকে বিঁধতেও ছাড়েননি তিনি। মুন্ডের কটাক্ষ, ‘এ ধরনের লোকেরা স্টিকারে নিজেদের ছবি ছাপাতে দেরি করেন না। এই দেখনদারির জন্য আপনারা মানুষকে না খাইয়ে মেরে ফেলবেন।’

Advertisement

মুন্ডের এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী মুখ না খুললেও বিধায়ক সুরেশ হলবাঙ্কর জানিয়েছেন, কোনও রাজনৈতিক ইস্যু খুঁজে না পেয়েই এ ধরনের অভিযোগ করছে এনসিপি। সুরেশ বলেন, ‘‘মানুষ যখন বন্যায় সব হারিয়েছে, সে সময় মুখ্যমন্ত্রী এমন এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন যাতে এতটাই খাদ্যশষ্য বিতরণ করা হয়েছে যা দিয়ে তাঁদের ১৫ দিন নিখরচায় চলে যাবে।’’ ওই স্টিকার সম্পর্কে তাঁর মন্তব্য, ‘‘কেউ যাতে ওই শষ্য লুঠ না করতে পারে এবং তা যে বিনামূল্য বিতরণ করা হচ্ছে, তা বোঝাতেই ওই স্টিকার লাগানো হয়েছে।’’ এ ছাড়া ওই ত্রাণসামগ্রী যে গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে দেওয়া হবে, তা-ও উল্লেখ করেছেন বিজেপি বিধায়ক।

আরও পড়ুন: ছন্দ ফেরানোর সরকারি প্রচেষ্টা শুরু, ইদে সব কিছু স্বাভাবিক থাকবে তো, প্রশ্ন ঘুরছে উপত্যকায়

আরও পড়ুন: বন্দুকের সামনে তর্জনী উঁচিয়ে দাঁড়িয়ে বৃদ্ধ, উঠে আসছে অন্য কাশ্মীরের ছবি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement