Nitish Kumar

নীতীশের জন্মদিনে শুভেচ্ছা জানানোর ধুম দুই শিবিরেই

দিনের শেষে নীতীশ অবশ্য স্পষ্ট করেছেন, তিনি লড়বেন এনডিএর শরিক হয়ে। আর জিতবেন দু’শোর বেশি আসন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০২০ ০৪:১২
Share:

ফাইল চিত্র।

বছরের শেষে ভোট বিহারে। অনেকেই ভাবছেন, এই ভোটে নীতীশ কুমার যে দিকে, জয় প্রায় নিশ্চিত সে শিবিরের। বিহারের মুখ্যমন্ত্রী সেই নীতীশের আজ জন্মদিন। আর দুই শিবিরেই অভিনন্দন জানানোর ধুম।

Advertisement

দিনের শেষে নীতীশ অবশ্য স্পষ্ট করেছেন, তিনি লড়বেন এনডিএর শরিক হয়ে। আর জিতবেন দু’শোর বেশি আসন। কিন্তু দিল্লিতে বিরোধীদের শিবির এখনও দাবি করে আসছে, ভোট এগোতেই নীতীশ এনডিএর সঙ্গ ছাড়বেন। লড়বেন কংগ্রেস ও আরজেডির সঙ্গে মিলেই। এনডিএর দল হিসেবে বিজেপির দুই শীর্ষ নেতা নরেন্দ্র মোদী, অমিত শাহ টুইট করে অভিনন্দন জানিয়েছেন। কিন্তু রাহুল গাঁধী, তেজস্বী যাদবও পিছিয়ে রইলেন না দৌড়ে।

ঘটনাচক্রে আজ ডিএমকে নেতা এম কে স্ট্যালিনেরও জন্মদিন। রাহুল টুইটারে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। দিল্লিতে প্রশ্ন ওঠে, তা হলে কি নীতীশকে উপেক্ষা করছেন রাহুল? মিনিট পনেরোর মধ্যে অবশ্য আর একটি টুইট আসে রাহুলের, ‘‘বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।’’ বিরোধী শিবিরের এক নেতা জানিয়েছিলেন, নীতীশ এনডিএ ভেঙে এলে কংগ্রেসের কোনও সমস্যা নেই। আপত্তি শুধু তেজস্বীর। কারণ, নীতীশের উপর তাঁর অনাস্থা রয়েছে। কিন্তু আজ চমকে দিলেন লালুপ্রসাদের পুত্র তেজস্বীও।

Advertisement

ক’দিন আগে পর্যন্তও যে নীতীশকে ‘পল্টু চাচা’ বলতেন তেজস্বী, আজ তাঁকে ‘অভিভাবক’ অ্যাখ্যা দিয়েছেন। টুইটে লিখেছেন, ‘‘সম্মানীয় অভিভাবক নীতীশ কুমারের জন্মদিনে মঙ্গলকামনা করছি। ভগবানের কাছে প্রার্থনা, আত্মসম্মান ও স্বাভিমানের সঙ্গে এগোবেন তিনি। সুস্বাস্থ্যের সঙ্গে দীর্ঘায়ু হবেন।’’ যদিও একই সঙ্গে বেকারদের রোজগার ও বিহারকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবিও তোলেন তেজস্বী। বিরোধী শিবিরের নেতাদের বক্তব্য, নীতীশ সম্পর্কে তেজস্বীর এই সুর নরম আসলে মধ্যস্থতার ফল। সে কারণে আজ মোদীকেও প্রয়োজনের থেকে বেশি প্রশস্তি করতে হয়েছে নীতীশের। প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন, ‘‘আমার বন্ধু নীতীশ কুমারকে শুভেচ্ছা। তৃণমূল স্তর থেকে উঠে আসা এক জনপ্রিয় নেতা তিনি। বিহারের উন্নয়নে অগ্রণী ভূমিকা নিয়েছেন। সামাজিক ক্ষমতায়ন নিয়ে তাঁর আবেগ উল্লেখ করার মতো। তাঁর দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করি।’’ শুভেচ্ছা বার্তা এসেছে অমিত শাহেরও। নীতীশ অবশ্য আজ পটনায় দাবি করেছেন, তেজস্বীর সঙ্গে তাঁর একান্ত বৈঠককে ঘিরে রাজনৈতিক স্তরে কোনও বিভ্রান্তির অবকাশ নেই। তাঁর কথায়, ‘‘এনপিআর, এনআরসি নিয়ে আমাদের কথা হয়েছিল। বিধানসভায় সর্বসম্মত প্রস্তাব পাশের মধ্য দিয়ে যা পরিণতি পেয়েছে।’’ পরে মোদী থেকে রাহুল— সকলকে ধন্যবাদ দিয়েছেন নীতীশ। কিন্তু এখনও পর্যন্ত তেজস্বীর জবাব দেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement