গ্রাফিক: শৌভিক দেবনাথ
একেবারে ভোলবদল। পাল্টে যাওয়া। যেন এক নতুন মন্ত্রিসভা। মোদীর ক্যাবিনেটের রদবদলের আগে, বুধবারই পদত্যাগ করেছিলেন ১১ জন মন্ত্রী। তার মধ্যে চারজন পূর্ণমন্ত্রী। রবিশঙ্কর প্রসাদ, প্রকাশ জাভড়েকর, হর্ষবর্ধন ও রমেশ পোখরিয়াল নিশঙ্ক। রয়েছেন বাংলার দেবশ্রী চৌধুরী, বাবুল সুপ্রিয়ও। কেন্দ্রীয় সরকারের সূত্র অনুসারে, ফোন কলেই এই ১১ জনকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বিজেপি সভাপতি।
একটি জাতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, প্রধানমন্ত্রী মন্ত্রিসভা রদবদলের সিদ্ধান্তের পর বিজেপি সভাপতি জেপি নড্ডাকে বিষয়টি জানান। তারপরেই একে একে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের ফোন করতে বসেন নড্ডা। ফোন করে বলে দেন, ইস্তফা দেওয়ার জন্য।
এর পর একে একে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন রবিশঙ্কর প্রসাদ, প্রকাশ জাভড়েকর, হর্ষবর্ধন, রমেশ পোখরিয়াস, সদানন্দ গৌড়া, সন্তোষ গাঙ্গোয়ার, সঞ্জয় ধোতরে, দেবশ্রী চৌধুরী, রতনলাল কাটারিয়া, প্রতাপচন্দ্র ষড়ঙ্গী ও বাবুল সুপ্রিয়।
একে একে পাল্টে যায় এঁদের নেটমাধ্যমে থাকা বিভিন্ন অ্যাকাউন্টের পরিচয়ও। রবিশঙ্কর প্রসাদের টুইটার অ্যাকাউন্টের পরিচয় বদলে শুধু রয়ে যায় ‘সাংসদ, লোকসভা, পাটনা সাহিব, বিহার’ ও ‘বিজেপি কর্মী’,জাভড়েকরের প্রোফাইলে থেকে যায় ‘সাংসদ, রাজ্যসভা।’