আগরতলায় আহত দুই তৃণমূলকর্মী নিজস্ব চিত্র।
২৪ ঘণ্টাও কাটল না। ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল। এ ক্ষেত্রেও অভিযোগের তির বিজেপি-র দিকে।
তৃণমূলের অভিযোগ, শনিবার আগরতলার বাঁধারঘাট এলাকায় দলের দুই কর্মীর বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। মারধরের পাশাপাশি তাঁদের বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি তৃণমূলের। গুরুতর আহত অবস্থায় দুই তৃণমূল কর্মীকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল সাংসদ শান্তনু সেন ও দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ।
ত্রিপুরায় রাস্তায় বসে প্রতিবাদ শান্তনু সেনের।
শুক্রবার আগরতলার এমবিবি কলেজে তৃণমূল ছাত্র পরিষদ নেত্রী সোলাঙ্কি সেনগুপ্তকে মারধরের অভিযোগ ওঠে এবিভিপি-র বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে কলকাতা থেকে আগরতলা যান শান্তনু এবং কুণাল।