Tripura

Tripura BJP: ফের ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল, মারধর, বাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপি-র বিরুদ্ধে

শুক্রবার আগরতলার এমবিবি কলেজে তৃণমূল ছাত্র পরিষদ নেত্রী সোলাঙ্কি সেনগুপ্তকে মারধরের অভিযোগ ওঠে এবিভিপি-র বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আগরতলা শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২১ ১৪:৫৫
Share:

আগরতলায় আহত দুই তৃণমূলকর্মী নিজস্ব চিত্র।

২৪ ঘণ্টাও কাটল না। ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল। এ ক্ষেত্রেও অভিযোগের তির বিজেপি-র দিকে।

Advertisement

তৃণমূলের অভিযোগ, শনিবার আগরতলার বাঁধারঘাট এলাকায় দলের দুই কর্মীর বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। মারধরের পাশাপাশি তাঁদের বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি তৃণমূলের। গুরুতর আহত অবস্থায় দুই তৃণমূল কর্মীকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল সাংসদ শান্তনু সেন ও দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ।

ত্রিপুরায় রাস্তায় বসে প্রতিবাদ শান্তনু সেনের।

শুক্রবার আগরতলার এমবিবি কলেজে তৃণমূল ছাত্র পরিষদ নেত্রী সোলাঙ্কি সেনগুপ্তকে মারধরের অভিযোগ ওঠে এবিভিপি-র বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে কলকাতা থেকে আগরতলা যান শান্তনু এবং কুণাল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement