সদ্যোজাতকে নিয়ে বিমানে বসে রয়েছেন মা। ছবি: ফেসবুক।
মাঝ আকাশেই জন্ম হল ‘অপরিণত’ শিশুর। আরব-ফিলিপিন্স রুটের একটি বিমানে এই ঘটনা ঘটেছে। যার জেরে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয় হায়দরাবাদে। মা এবং শিশু এখন হায়দরাবাদেরই একটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে রবিবার।
শিশুটির মা কোন দেশের নাগরিক তা জানা যায়নি। তবে তাঁর শিশুর জন্মে সাহায্য করা এক নার্স মিসি বারবেরাবে উমান্ডাল (তিনি ওই বিমানে উপস্থিত ছিলেন)-র ফেসবুক পোস্ট অনুযায়ী, তিনি ম্যানিলা যাবেন বলে দুবাই থেকে বিমানে ওঠেন। মাস দুয়েক পরে তাঁর ডিউ ডেট ছিল। কিন্তু ভারতের আকাশ সীমার কাছে পৌঁছতেই আচমকা ওই মহিলার প্রসব যন্ত্রণা শুরু হয়। তাঁকে এই অবস্থায় দেখে প্রথমে বিমানকর্মীরা ঘাবড়ে যান। ফ্লাইটে কোনও চিকিৎসক উপস্থিত রয়েছেন কি না জানতে চান বিমানসেবিকারা। ভাগ্যবশত, ওই বিমানে দু’জন নার্স উপস্থিত ছিলেন। তাঁরাই ওই মহিলার দেখভালের দায়িত্ব নেন। ফেসবুকে নিজের ওয়ালে সদ্যজাতের সঙ্গে ওই মহিলার ছবিও শেয়ার করেছেন তিনি।
আরও পড়ুন: মুম্বইয়ে ভাগ্নের বিয়েতে স্কাইপে থাকছেন দাউদ?
আপাতত তাঁদের অস্থায়ী তিনদিনের ভিসা দেওয়া হয়েছে। তবে এর মধ্যে যদি মা এবং শিশু সুস্থ না হয় তাহলে ভিসার সময়সীমা বাড়ানো হবে বলে জানানো হয়েছে।