Rajasthan

নিজেদের ডিম বাঁচাতে গোসাপের সঙ্গে লড়াই সাহসী পাখিদের! ভিডিয়ো ভাইরাল

পাখিদের সেই আক্রমণ সামলে বেশিদূর এগোনোর সাহস দেখায়নি গোসাপটি। ডিম খাওয়ার আশা ছেড়ে পিছু হঠতে শুরু করে সে।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৯ ১৩:৫২
Share:

ডিম রক্ষা করতে পাখিদের সঙ্গে গোসাপের লড়াই। ছবি ভিডিয়োর দৃশ্য।

নিজেদের মধ্যে খেলা করছে রেড ওয়াটলেড ল্যাপউইং-এর একটি দল। খেলতে খেলতে ছোট্ট আকারের এই পাখিরা দেখল তাদের দিকে গুটিগুটি পায়ে এগিয়ে আসছে একটি গোসাপ। আসার ধরন দেখেই পাখিরা বুঝে যায় তাদের ডিমগুলি খেয়ে নিতে আসছে গোসাপটি। সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায় তারা।ডিমগুলিকে আড়াল করে দাঁড়ায়। তার পর গোসাপের আসা আটকাতে উড়ে গিয়ে ঠোকরাতে থাকে। পাখিদের সেই আক্রমণ সামলে বেশিদূর এগোনোর সাহস দেখায়নি গোসাপটি। ডিম খাওয়ার আশা ছেড়ে পিছু হঠতে শুরু করে সে।

Advertisement

নিজেদের থেকে আকারে বড় গোসাপের সঙ্গে ছোট ছোট পাখিদের লড়াইয়ের ঘটনাটি ঘটেছে রাজস্থানের রণথম্ভোর ন্যাশনাল পার্কে। আর এই ঘটনা ক্যামেরাবন্দি করেছেন শশাঙ্ক নন্দা নামের এক চিত্রগ্রাহক। তার পর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।

নিজেদের ডিম বাঁচাতে পাখির দলের এই তৎপরতা মুগ্ধ করেছে নেটিজেনদের। সম্মিলিতের শক্তি যে সব সময় বেশি হয়, সে দিকটিও উঠে এসেছে নেটিজেনদের কথায়।

Advertisement

আরও পড়ুন: পিলিভিতে বাঘিনিকে পিটিয়ে মারলেন গ্রামবাসীরা, দেখুন ভয়ঙ্কর সেই ভিডিয়ো

আরও পড়ুন: মস্তিষ্কের অসুখে মৃত্যু হল ৯ বছরের মালয়ালম টিকটক স্টারের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement