flight

Flight: মাঝআকাশে বিমানে পাখির ধাক্কা, চণ্ডীগড় রওনা দিয়েও আমদাবাদে ফিরে এল গো ফার্স্টের উড়ান

জানা গিয়েছে, আকাশে ওড়ার পরই চণ্ডীগড়গামী বিমানে ধাক্কা লাগে পাখির। তার জেরেই আমদাবাদে ঘোরানো হয় বিমানটিকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২২ ১৫:১৬
Share:

ফাইল চিত্র।

মাঝআকাশে বিমানে আবারও বিপত্তি। পাখির ধাক্কায় চণ্ডীগড়গামী গো ফার্স্টের বিমানকে আমদবাদে অবতরণ করানো হল।

Advertisement

ডিজিসিএ সূত্রে খবর, টেক অফের পরই চণ্ডীগড়গামী বিমানে পাখির ধাক্কা লাগে। তার জেরেই আমদাবাদে আবার ঘোরানো হয় বিমানটিকে। আমদাবাদ থেকেই চণ্ডীগড়ের উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি।

Advertisement

সম্প্রতি একাধিক বিমানে বিপত্তির খবর প্রকাশ্যে এসেছে। গত মাসেই দিল্লি-গুয়াহাটি গো ফার্স্টের বিমানের সামনের কাচে ফাটল দেখা দেওয়ায় জয়পুরে অবতরণ করানো হয়েছিল বিমানটিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement