রূপান্তরকামীদের ক্ষমতায়নে মঙ্গলবার লোকসভায় একটি বিল পেশ করল সরকার। সামাজিক হেনস্থা বন্ধ করার পাশাপাশি ওই বিলে জানানো হয়েছে, রূপান্তরকামীরা পুরুষ বা মহিলা— নিজেদের পছন্দমতো পরিচয়েই পরিচিত হতে পারবেন। তাঁদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ বা হেনস্থার অভিযোগ উঠলে অভিযুক্তর দু’বছর পর্যন্ত জেলও হতে পারে। অন্য দিকে, রূপান্তরকামীদের সামাজিক মর্যাদা দিতে পদক্ষেপ করেছে ওড়িশার সরকারও। প্রশাসন সূত্রের খবর, দেশে এই প্রথম স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে যোগ দেবেন রূপান্তরকামীরা। তাঁদের উপর জেলে বন্দিদের দেখাশোনার দায়িত্ব দেওয়ার কথাও ভাবছে ওড়িশা সরকার।