Bilkis Bano

‘ন্যায়বিচারের’ আশা! এগারো জন ধর্ষকের মুক্তির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলেন বিলকিস বানো

জেলে ‘ভাল আচরণ’ করার যুক্তিতে গত ১৫ অগস্ট দোষী সাব্যস্ত হওয়া বিলকিসের এগারো জন ধর্ষককে মুক্তি দেওয়া হয়। এ নিয়ে তখনই সমালোচনার ঝড় বয়েছিল দেশ জুড়ে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২২ ১৩:৩৪
Share:

—ফাইল চিত্র।

গণধর্ষকদের মুক্তি দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বিলকিস বানো। বিলকিসের ধর্ষকদের আগাম মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য গত মে মাসে শীর্ষ আদালত গুজরাত সরকারকে প্রয়োজনীয় অনুমতি দেয়। সূত্রের খবর, বুধবার সুপ্রিম কোর্টের কাছে এই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন বিলকিস।

Advertisement

গত ১৫ অগস্ট বিলকিসের এগারো জন ধর্ষককে মুক্তি দেওয়া হয়। এই এগারো জনের সাজা মকুব করার সপক্ষে শীর্ষ আদালতে গুজরাত সরকারের তরফে যুক্তি দেওয়া হয়েছিল যে, তারা জেলে ‘ভাল আচরণ’ করত। সুপ্রিম কোর্টে গুজরাত সরকারের কৌঁসুলি হলফনামা দিয়ে জানান, দোষী সাব্যস্ত হওয়া এগারো জন চোদ্দ বছর জেল খেটেছে। তা ছাড়া জেলের ভিতর তারা ভাল ব্যবহার করত। তাই তাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, ২০০২ সালে গুজরাতে গ‌োধরা-পরবর্তী দাঙ্গার সময় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বিলকিসকে গণধর্ষণ করেন এই এগারো জন। বিলকিসের মেয়ে-সহ পরিবারের ৭ জনকে তাঁর চোখের সামনেই খুন করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement