সিগনেচার ব্রিজে সেলফি তোলার হিড়িক। ফাইল চিত্র।
২৪ ঘণ্টাও কাটেনি, ফের এই সিগনেচার ব্রিজেই দুর্ঘটনায় মৃত্যু হল আরও এক বাইক আরোহীর। এই নিয়ে দু’দিনে তিন জনের মৃত্যু হল। তবেএ বার আর সেলফি নয়, বাইকের চাকা পিছলে গিয়েই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই বাইক আরোহীর।
শনিবার সকালে উত্তর দিল্লির নাংলোই থেকে উত্তর-পূর্ব দিল্লির দিকে বাইকে করে যাচ্ছিলেন দুই তুতো ভাই। গাজিয়াবাদের বাসিন্দা শঙ্কর (২৪) বাইকটি চালাচ্ছিলেন। পিছনে বসেছিলেন তাঁর তুতো ভাই বছর সতেরোর দীপক।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকটি ভাল গতি ছিল।সিগনেচার ব্রিজে ওঠার পরই বাইরআরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সোজা গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ছিটকে পড়েন দু’জনই। গুরুতর জখম হন শঙ্কর। আহত হন দীপকও। দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা শঙ্করকে মৃত বলে ঘোষণা করেন। দীপক পুলিশকে জানিয়েছেন, বাইকের চাকা পিছলে গিয়েই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিগনেচার ব্রিজে বাইক স্টান্টের সময় সেলফি! মৃত দুই যুবক
শুক্রবার সকালেই এই সিগনেচার ব্রিজেই বাইক নিয়ে স্টান্ট করতে করতে সেলফি তোলার সময় স্ট্রিট লাইটের তারে পা জড়িয়ে দুই মেডিক্যাল ছাত্রের মৃত্যু হয়। সেই ঘটনার ২৪ ঘণ্টাও কাটেনি, ফের আরও এক জনের মৃত্যু হল।
(আজকের তারিখে গুরুত্বপূর্ণ কী কী ঘটেছিল অতীতে, তারই কয়েক ঝলক দেখতে ক্লিক করুন— ফিরে দেখা এই দিন।)
যমুনার উপর হ্যাঙিং কেবল দিয়ে তৈরি করা হয়েছেসিগনেচার ব্রিজ। দিল্লিবাসীর এবং দিল্লি সরকারের ‘গর্ব’ বলেই দাবি করা হচ্ছে এই ব্রিজকে। সেলফি তোলার জন্য তৈরি করা হয়েছে ‘সেলফি স্পট’। কিন্তু সেই সেলফি তোলার হিড়িকে অনেকই নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ফেলছেন। গত ৪ নভেম্বর ব্রিজটি জনসাধারণের জন্য খুলে দেওয়ার পরেই ব্রিজে দাঁড়িয়ে সেলফি তোলার হিড়িক পড়ে যায়। ব্রিজের হ্যাঙিং কেবলের উপর দাঁড়িয়ে সেলফি তোলার দৃশ্যও সামনে আসে। সে দৃশ্য দেখে অনেকেই আঁতকে উঠেছিলেন। আশঙ্কাও প্রকাশ করেছিলেন দুর্ঘটনার। সেই আশঙ্কাকেই সত্যি করে দিনে দিনে ‘মরণফাঁদ’ হয়ে উঠছে ব্রিজটি।
আরও পড়ুন: দেশের প্রথম অ্যাসিমেট্রিক্যাল কেবল স্টেইড সম্পর্কে এই তথ্যগুলি জানতেন?
(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদেরদেশবিভাগে ক্লিক করুন।)