গাঁজা কেনার টাকা না দেওয়ায় মাকে পিটিয়ে খুন করল ছেলে

পুলিশ জানিয়েছে, চৈনপুর থানার অন্তর্গত ফকরাবাদের বাসিন্দা জাফরুন বিবিকে (৫০) খুন করেছে তাঁর ছেলে নইম।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২০ ১৭:২৪
Share:

প্রতীকী ছবি।

গাঁজা কিনবে বলে মায়ের কাছে ৫০ টাকা চেয়েছিল ছেলে। তা দিতে রাজি না হওয়ায় মাকে পিটিয়ে খুন করল। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বিহারের ফকরাবাদে।

Advertisement

পুলিশ জানিয়েছে, চৈনপুর থানার অন্তর্গত ফকরাবাদের বাসিন্দা জাফরুন বিবিকে (৫০) খুন করেছে তাঁর ছেলে নইম। নইম মাদকাসক্ত। শনিবার সে মায়ের কাছে ৫০ টাকা চায় গাঁজা খাবে বলে। কিন্তু জাফরুন বিবি জানিয়েছিল তার কাছে টাকা নেই। তাতেই বাধে তর্কাতর্কি। এরপরই লোহার রডে করে মাকে পেটাতে থাকে নইম। এর জেরে পা-হাত ভেঙে যায় জাফরুন বিবির। তাতেই না থেমে মায়ের মুখে গামছা পেঁচিয়ে ধরে নইম।

নইমের ভাই গুড্ডু বাড়ি ফিরে দেখে তাঁর দাদা মায়ের গলায় গামছা পেঁচিয়ে ধরে রয়েছে। গুড্ডুকে দেখেই পালিয়ে যায় নইম। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় জাফরুন বিবির। ঘটনা নিয়ে পুলিশ জানিয়ছে নইম মাদকাসক্ত। সে প্রায়শই এ রকম আচরণ করে। দিন দশেক আগে স্ত্রীকে মারধর করেছিল সে। তখন থানায় অভিযোগও দায়ের হয়েছিল। নইমের খোঁজে তল্লাশি চলছে বলেও জানিয়েছেন ওই অফিসার।

Advertisement

আরও পড়ুন: ‘পিএম কেয়ার্স’-এর অর্থ হস্তান্তর করা যাবে না: সুপ্রিম কোর্ট

আরও পড়ুন: দেশে সংক্রমণ হার কমে ৬.১২%, মোট আক্রান্তের ৭৩ শতাংশই সুস্থ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement