Bihar

Bihar: বিহারে বিধান পরিষদ ভোটে তেজস্বীর দলকে পিছনে ফেলল বিজেপি-নীতীশের জোট

শাসক জোটের মধ্যে বিজেপি ৬, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জেডি(ইউ) ৪ এবং কেন্দ্রীয় মন্ত্রী পশুপতি পারসের আরএলজেপি ১টি আসনে জিতেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২২ ১৬:১৮
Share:

তেজস্বী এবং নীতীশ। ফাইল চিত্র।

বিহার বিধান পরিষদের ২৪টি আসনের নির্বাচনে প্রধান বিরোধী দল আরজেডি-র চেয়ে এগিয়ে রয়েছে শাসক এনডিএ জোট। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১৭টি আসনের ফল জানা গিয়েছে। এর মধ্যে ১১টিতে জিতেছে শাসক জোট। আরজেডি পেয়েছে ৪টি। নির্দল প্রার্থীরা জিতেছেন ২টি আসনে।

দলগত ফল বলছে, শাসক জোটের মধ্যে বিজেপি ৬, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জেডি(ইউ) ৪ এবং কেন্দ্রীয় মন্ত্রী পশুপতি পারসের রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি (আরএলজেপি) ১টি আসনে জিতেছে। এনডিএ জোটের তরফে বিজেপি ১২, জেডি(ইউ) ১১ এবং আরএলজেপি ১টি আসনে প্রার্থী দিয়েছিল।

Advertisement

প্রসঙ্গত, বিধানসভার মতোই বিধান পরিষদেও ‘নির্বাচিত’ হতে হয়। কিন্তু সেখানে সাধারণ নাগরিকরা ভোট দেন না। সেখানে প্রাতিষ্ঠানিক ভোট দেন বিধায়ক, পঞ্চায়েত-পুরসভার মতো স্থানীয় প্রশাসনে নির্বাচিত জনপ্রতিনিধি এবং নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন ও ক্ষেত্রভুক্ত পেশার মানুষেরা। উল্লেখ্য, পশ্চিমবঙ্গেও একটা সময় বিধান পরিষদ ছিল। সাতের দশকে যুক্তফ্রণ্টের সরকার ক্ষমতায় এসে তার অবলুপ্তি ঘটায়। সারা ভারতে এখনও ৬টি রাজ্যে বিধান পরিষদ আছে। সেগুলি হল বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা এবং কর্ণাটক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement