Nitish Kumar

Nitish Kumar: বিহারে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে, বললেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

গত ২৪ ঘণ্টায় এতজন করোনা আক্রান্তের সন্ধান মেলার পরই আগের অবস্থান থেকে১৮০ ডিগ্রি ঘুরে তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা জানালেন মুখ্যমন্ত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

পটনা শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২১ ১১:৪১
Share:

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ফাইল ছবি।

বিহারে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে। বললেন খোদ মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। গত ২৪ ঘণ্টায় বিহারে ৪৭ জন করোনা আক্রান্তের সন্ধান মেলার পরই এমন মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রীর।

গত ২৫ ডিসেম্বর, বড়দিনে, নীতীশকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি প্রতিবেশী উত্তরপ্রদেশের মতোই বিহারেও করোনা বিধিনিষেধ ফেরানোর কথা ভাবছেন? তার জবাবে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ‘‘এখানে তার কোনও প্রয়োজনীয়তা নেই।’’

Advertisement

যদিও বড়দিনের আত্মবিশ্বাস বদলে গেল ক’দিনের মধ্যেই। ওয়াকিবহাল মহল মনে করছে, গত ২৪ ঘণ্টায় এতজন করোনা আক্রান্তের সন্ধান মেলার পরই নিজের পূর্বের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা জানালেন মুখ্যমন্ত্রী নীতীশ।

প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউয়ে বিহারে অক্সিজেনের অভাবে মৃত্যুর পাশাপাশি স্বাস্থ্য পরিকাঠামোর অপ্রতুলতার অভিযোগ উঠেছিল। তাই তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় তড়িঘড়ি একাধিক ব্যবস্থা নিয়েছিল বিহারের বিজেপি-জেডিইউ সরকার। এই প্রেক্ষিতেই এ বার সরাসরি তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement