নীতীশ কুমার, বিহারের ‘প্রাক্তন’ মুখ্যমন্ত্রী। — ফাইল ছবি।
রাজভবন থেকে বেরিয়ে নীতীশ বলেন, ‘‘আমি পুরনো জোট ছেড়ে দিয়েছি। এ বার নতুন জোট বানাবো।’’ তবে, একবারও এনডিএ-র নামোচ্চারণ করেননি তিনি।
নীতীশ বলেন, ‘‘আজ, আমি মুখ্যমন্ত্রী হিসাবে ইস্তফা দিয়েছি। আমি রাজ্যপালের কাছে আবেদন করে বলেছি, রাজ্য সরকার ভেঙে দিতে।’’
নীতীশ কুমার বলেন, ‘‘দলের সকলের সঙ্গে ইস্তফা দেওয়া এবং আরজেডির সঙ্গে জোট ভাঙার সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তার পরেই সিদ্ধান্ত নিয়েছি। আমি ছেড়ে দিয়েছি।’’
সকালে তিনি ছিলেন মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী। বিকেলে তিনিই হতে চলেছেন এনডিএ-র মুখ্যমন্ত্রী। তিনি নীতীশ কুমার। সূত্রের খবর, বিকেল ৪টেয় তিনি আবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন।
দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক সেরে সকাল সওয়া ১১টায় রাজভবনে পৌঁছে মুখ্যমন্ত্রী পদে ইস্তফাপত্র রাজ্যপালের হাতে তুলে দেন নীতীশ।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে সকালেই জানা গিয়েছিল, পটনায় ১ নম্বর অ্যানে মার্গে মুখ্যমন্ত্রীর বাসভবনে জেডিইউ বিধায়কদের সঙ্গে বৈঠকে বসবেন নীতীশ। সেখানেই ‘মহাগঠবন্ধন’ ত্যাগের সিদ্ধান্তে আনুষ্ঠানিক সিলমোহর পড়বে। তার পর আসবে মহাজোটের মুখ্যমন্ত্রী হিসাবে নীতীশের ইস্তফার প্রসঙ্গ।