Nitish Kumar

আবার ইস্তফা নীতীশের, আবার বিজেপির সমর্থন নিয়ে বিকেলেই মুখ্যমন্ত্রী পদে শপথ?

বিহারে নতুন করে রাজনৈতিক ডামাডোল শুরু হয়েছে। রবিবার জেডিইউ বিধায়কদের নিয়ে নিজের বাসভবনে বৈঠক করেন নীতীশ কুমার। তার পরেই তিনি রওনা দেন রাজভবনের উদ্দেশে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪ ১১:০৪
Share:

নীতীশ কুমার, বিহারের ‘প্রাক্তন’ মুখ্যমন্ত্রী। — ফাইল ছবি।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪ ১১:৩৩ key status

রাজভবন থেকে বেরিয়ে কী বললেন নীতীশ?

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪ ১১:৩০ key status

পুরনো ছেড়ে নতুন ‘গঠবন্ধন’ বানাবেন নীতীশ

রাজভবন থেকে বেরিয়ে নীতীশ বলেন, ‘‘আমি পুরনো জোট ছেড়ে দিয়েছি। এ বার নতুন জোট বানাবো।’’ তবে, একবারও এনডিএ-র নামোচ্চারণ করেননি তিনি। 

Advertisement
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪ ১১:২৮ key status

রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি নীতীশ

নীতীশ বলেন, ‘‘আজ, আমি মুখ্যমন্ত্রী হিসাবে ইস্তফা দিয়েছি। আমি রাজ্যপালের কাছে আবেদন করে বলেছি, রাজ্য সরকার ভেঙে দিতে।’’

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪ ১১:২৬ key status

দলে সকলের সঙ্গে কথা বলেই ইস্তফার সিদ্ধান্ত: নীতীশ

নীতীশ কুমার বলেন, ‘‘দলের সকলের সঙ্গে ইস্তফা দেওয়া এবং আরজেডির সঙ্গে জোট ভাঙার সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তার পরেই সিদ্ধান্ত নিয়েছি। আমি ছেড়ে দিয়েছি।’’  

Advertising
Advertising
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪ ১১:২৫ key status

বিকেল ৪টে, এনডিএ-র মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন নীতীশ কুমার: সূত্র

সকালে তিনি ছিলেন মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী। বিকেলে তিনিই হতে চলেছেন এনডিএ-র মুখ্যমন্ত্রী। তিনি নীতীশ কুমার। সূত্রের খবর, বিকেল ৪টেয় তিনি আবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। 

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪ ১১:১৭ key status

রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা নীতীশের

দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক সেরে সকাল সওয়া ১১টায় রাজভবনে পৌঁছে মুখ্যমন্ত্রী পদে ইস্তফাপত্র রাজ্যপালের হাতে তুলে দেন নীতীশ। 

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪ ১১:১০ key status

বিহারের রাজ্যপালের বাসভবনে পৌঁছলেন নীতীশ কুমার

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪ ১১:০৯ key status

কী সিদ্ধান্ত দলীয় বৈঠকে?

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে সকালেই জানা গিয়েছিল, পটনায় ১ নম্বর অ্যানে মার্গে মুখ্যমন্ত্রীর বাসভবনে জেডিইউ বিধায়কদের সঙ্গে বৈঠকে বসবেন নীতীশ। সেখানেই ‘মহাগঠবন্ধন’ ত্যাগের সিদ্ধান্তে আনুষ্ঠানিক সিলমোহর পড়বে। তার পর আসবে মহাজোটের মুখ্যমন্ত্রী হিসাবে নীতীশের ইস্তফার প্রসঙ্গ।   

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪ ১১:০৩ key status

রাজভবনে পৌঁছে গেল নীতীশের কনভয়

মুখ্যমন্ত্রীর বাসভবনে দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক শেষে রাজভবনের উদ্দেশে রওনা দেন নীতীশ কুমার। তাঁর কনভয় ইতিমধ্যেই রাজভবনে পৌঁছে গিয়েছে। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement