Neha Kakkar

নেহার সঙ্গে সম্পর্ক রাখতে চান না দিদি সোনু, পাল্টা কী উত্তর দিলেন গায়িকা?

কক্করদের তিন ভাইবোন একটা লম্বা সময় একে অপরকে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করে এসেছেন। হঠাৎ সোনুর একটি পোস্ট তাল কাটল। উঠছে প্রশ্ন। এ বার যেন নিজের অবস্থান স্পষ্ট করলেন নেহা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৫:১৯
Share:
বোনে বোনে ঝামেলা।

বোনে বোনে ঝামেলা। ছবি: সংগৃহীত।

কক্কর পরিবারের তিন ভাইবোনের সমীকরণ নিয়ে উঠছে প্রশ্ন। দিন দুয়েক আগেই নেহা কক্করের দিদি সোনু কক্কর দুই ভাইবোনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেছেন। যদিও বিভিন্ন সময় রিয়্যালিটি শোয়ের মঞ্চে অবশ্য দেখা গিয়েছে অন্য সমীকরণ। কখনও বোনের জন্য কাঁদছেন সোনু। আবার ছোট বয়স থেকে দিদি কষ্টের কথা বলতে গিয়ে হাপুস নয়নে দেখা গিয়েছে নেহাকে। কক্করদের তিন ভাইবোন একটা লম্বা সময় ধরে একে অপরকে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করে এসেছেন। হঠাৎ সোনুর একটি পোস্ট তাল কাটল। উঠছে প্রশ্ন। এ বার যেন নিজের অবস্থান স্পষ্ট করলেন নেহা।

Advertisement

সম্প্রতি সমাজমাধ্যমে পোস্ট দিয়ে সোনু লেখেন, “নেহা আর টোনির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। আমি আর ওদের বোন নই।” এ হেন পোস্ট দেখে স্তব্ধ তাঁদের অনুরাগীরা। এ বার দাদা টোনি ও স্বামী রোহনপ্রীত সিংহের সঙ্গে চার্টাড বিমান করে ঘুরতে যাচ্ছেন তেমনই ভিডিয়ো পোস্ট করেন নেহা। সেখানেই লেখেন, ‘‘উড়ে যাচ্ছি আমার প্রিয় মানুষদের সঙ্গে।” ছবির ক্যাপশনে লেখেন, ‘ফ্যামিলি’। দিদি সোনু নেই বলেই কি নেহা লিখলেন কারা তাঁর প্রিয় মানুষ! তা হলে দিদির উদ্দেশেই কোনও বার্তা দিতে চাইলেন তিনি?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement