—ফাইল চিত্র।
করোনা-আবহে পিছোচ্ছে না বিহারে বিধানসভা ভোট। শুক্রবার নির্বাচন কমিশন জানিয়েছে, নির্দিষ্ট সময়েই ভোট হবে নীতীশ কুমারের রাজ্যে। তার সঙ্গে উপনির্বাচন হবে বিভিন্ন রাজ্যের ৬৪টি বিধানসভা এবং একটি লোকসভা কেন্দ্রে। এ রাজ্যে উপনির্বাচন হবে আলিপুরদুয়ারের ফালাকাটা কেন্দ্রে। তৃণমূল বিধায়ক অনিল অধিকারীর মৃত্যুতে ওই আসনটি শূন্য হয়েছে।
বিহার বিধানসভার মেয়াদ শেষ হবে আগামী ২৯ নভেম্বর। কিন্তু করোনা অতিমারি এবং বন্যা পরিস্থিতির কারণে ভোট করা সম্ভব হবে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। একই প্রশ্ন উঠেছিল উপনির্বাচন ঘিরেও। এই অবস্থায় ভোট করা নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যসচিব এবং মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছ থেকে রিপোর্ট নেয় কমিশন। কেন্দ্রীয় বাহিনী পাওয়া নিয়ে কথা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গেও। তার পরেই ভোট করার সিদ্ধান্ত হয়েছে বলে জানাচ্ছেন কমিশনের কর্তারা।
স্বাস্থ্যবিধিকে প্রাধান্য দিয়ে বিহার বিধানসভা এবং উপনির্বাচন কীভাবে হবে, তা নিয়ে ইতিমধ্যে বিস্তারিত নির্দেশিকা দিয়েছে কমিশন। তবে দেশে যখন করোনা সংক্রমণের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, তখন ভোট করানো যে বড়, তা মানছেন কর্তারা। আগামী বছরের এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গ, কেরল, অসম, তামিলনাড়ু এবং পুদুচেরিতে ভোট হওয়ার কথা। তার আগে বিহারের ভোট ও বিভিন্ন রাজ্যের উপনির্বাচন রাজনৈতিক দল বা কমিশনকে করোনা-আবহে নতুন পথের সন্ধান দেবে বলেই অভিমত রাজনৈতিক পর্যবেক্ষকদের।