Lalu Prasad Yadav

বিহারে ভোটের ফলের আগে লালুপ্রসাদের জামিন নয়, জানাল ঝাড়খণ্ড হাইকোর্ট

বিহারে ভোট হয়েছে, অথচ লালু নেই, এমনটা হয়েছে বলে মনে করতে পারছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Advertisement

সংবাদ সংস্থা

পটনা শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২০ ১৯:১৮
Share:

লালু প্রসাদ যাদব। ফাইল চিত্র।

আশাভঙ্গ হল লালু প্রসাদ যাদবের। ঝাড়খণ্ড হাইকোর্ট শুক্রবার জানিয়ে দিল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর নেতাকে এখনই জামিন দেওয়া সম্ভব নয়।

দুমকা ট্রেজারি মামলায় জেল খাটছেন লালু। ৯ নভেম্বর তাঁর অর্ধেক সাজা পূর্ণ হবে। বিহারে নির্বাচন চলছে। ১০ নভেম্বর ফল ঘোষণা। ফলে লালুর জামিন নিয়ে আরজেডি নেতা-কর্মীদের মধ্যে একটা আশার আলো জেগেছিল। আপাতত সেই আশায় জল ঢালল ঝাড়খণ্ড হাইকোর্ট। লালুর জামিনের আবেদন খারিজ করার পাশাপাশি আদালত জানিয়ে দিয়েছে এই মামলার পরবর্তী শুনানি হবে ২৭ নভেম্বর।

লালুর জামিনের বিষয়টি ইচ্ছাকৃত ভাবে ঝুলিয়ে রাখছে সিবিআই। জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর এমনই অভিযোগ তুলেছেন লালুর আইনজীবী কপিল সিব্বল।

বিহারে ভোট হয়েছে, অথচ লালু নেই, এমনটা হয়েছে বলে মনে করতে পারছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা। গত ৪০ বছরে এই প্রথম লালু ছাড়াই ভোটের ময়দানে নেমেছে আরজেডি।

Advertisement

আরও পড়ুন: জানুয়ারিতেই ভারতে পাওয়া যাবে করোনার টিকা, দাবি সিরাম ইনস্টিটিউটের সিইও-র

চাইবাসা ট্রেজারি মামলায় আগেই জামিন পেয়েছেন লালু। কিন্তু তাঁর বিরুদ্ধে এখনও দুমকা ট্রেজারি মামলা চলছে। দোষী সাব্যস্ত হওয়ার পর ২০১৭ থেকেই জেলে রয়েছেন লালু। তবে কারাদণ্ডের বেশির ভাগ সময়টাই তিনি কাটিয়েছেন ঝাড়খণ্ডের রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস(রিমস)-এ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement