গুরুপূর্ণিমার সন্ধ্যাতেই অতিকায় চাঁদ বা সুপারমুনের উদয় হতে চলেছে আকাশে। মহাজাগতিক সমাপতনের দৌলতে প্রায় প্রতি বছরই দু’-এক বার সুপারমুনের দেখা মেলে। তবে বুধবারের চাঁদটি বৈশিষ্ট্যে বিশেষ। কারণ বুধবার এ বছরের সবচেয়ে বড় এবং সবচেয়ে উজ্জ্বল চাঁদ দেখা যাবে আকাশে। আবহাওয়া ঠিক থাকলে সেই দৃশ্যের সাক্ষী থাকতে পারবেন ভারতীয়রা।
গত ১৪ জুন সুপারমুন দেখার সুযোগ এসেছিল। সেই সুযোগ যদি কেউ হারিয়ে থাকেন তবে বুধবারের সুযোগ হাতছাড়া করা চলবে না। কারণ জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, বুধবার চাঁদ আর পৃথিবীর নিকটতম দূরত্ব আরও কমবে। চাঁদ আরও এগিয়ে আসবে পৃথিবীর কাছে। বুধবার চাঁদ আর পৃথিবীর দূরত্ব থাকবে তিন লক্ষ ৫৭ হাজার ৪১৮ কিলোমিটার। যা গত মাসের সুপারমুনের থেকে আরও ২০০ কিলোমিটার কম।
সুপারমুন বা অতিকায় চাঁদ সাধারণ পূর্ণিমার চাঁদের থেকে সাত শতাংশ পর্যন্ত বড় হতে পারে। ছোট চাঁদের তুলনায় ৩০ শতাংশ উজ্জ্বল হতে পারে। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, বুধবারের সুপারমুন শুক্রবার ভোররাত পর্যন্ত জ্বলজ্বল করবে আকাশে।
কখন দেখা যাবে সুপারমুন? ভারতে বুধবার সন্ধ্যা ৭টা ২১ মিনিটে হবে চন্দ্রোদয়। তবে তার অতিকায় রূপ দেখা যাবে ভারতীয় সময় রাত ১২টা বেজে ৭মিনিটের পর থেকে।