‘এখন কাশ্মীর থেকেও বউ আনতে পারি’, বিতর্কিত মন্তব্য হরিয়ানার মুখ্যমন্ত্রীর

দিন কয়েক আগেই একই রকম বিতর্কিত কথা বলেন উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের বিজেপি বিধায়ক বিক্রম সিংহ সাইনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৯ ০২:০৬
Share:

মনোহরলাল খট্টর।

৩৭০ ও ৩৫এ ধারা প্রত্যাহার নিয়ে বিতর্কিত মন্তব্য আরও এক বিজেপি নেতার। এ বার খোদ হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। আজ একটি সভায় তিনি বলেন, ‘‘আমাদের মন্ত্রী ও পি ধনখড় বলতেন, তিনি বিহার থেকে ‘বহু’ আনবেন। এখন লোকে বলছে, কাশ্মীরের রাস্তা পরিষ্কার। এখন আমরা কাশ্মীর থেকেও মেয়েদের আনতে পারি।’’

Advertisement

দিন কয়েক আগেই একই রকম বিতর্কিত কথা বলেন উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের বিজেপি বিধায়ক বিক্রম সিংহ সাইনি। ৩৫এ ধারা বাতিল হয়ে যাওয়ায় ‘ফর্সা কাশ্মীরি মহিলাদের’ বিয়ের সুযোগ এসেছে বলে মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত, ৩৫এ ধারায় জম্মু-কাশ্মীরের বাসিন্দা কোনও মহিলা ভিন্‌রাজ্যের কোনও পুরুষকে বিয়ে করলে নিজের সম্পত্তি এবং কাশ্মীরের নাগরিকত্ব হারাতেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement