ভারতরত্ন: দ্বিখণ্ডিত হাজরিকা পরিবার

ভারতরত্ন সম্মান নিয়ে দ্বিখণ্ডিত ভূপেন হাজরিকার পরিবার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৯ ০২:২৪
Share:

ভারতরত্ন সম্মান নিয়ে দ্বিখণ্ডিত ভূপেন হাজরিকার পরিবার। আজ ভূপেনবাবুর আমেরিকাবাসী ছেলে তেজ হাজরিকা সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে জানান, নাগরিকত্ব আইন সংশোধনী বিলের প্রতিবাদে তিনি বাবার ভারতরত্ন সম্মান স্বীকার করতে আগ্রহী নন। তেজের এই সিদ্ধান্তের প্রতিবাদ করেন ভূপেনবাবুর ভ্রাতৃবধূ তথা ভূপেন হাজরিকা ট্রাস্টের অন্যতম কর্ণধার মনীষা হাজরিকা। তিনি বলেন, ‘‘এই সম্মান গোটা রাজ্য ও উত্তর-পূর্বের সম্মান। তা ফেরানোর প্রশ্নই নেই।’’ মনীষাদেবীর দাবি, তেজ নিজে আমেরিকাবাসী। নাগরিকত্ব নিয়ে তাঁর প্রতিবাদ অর্থহীন। আজ নাগরিকত্ব বিল সংশোধনী নিয়ে প্রতিবাদ জানাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজুর সঙ্গে দেখা করেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ ও অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement