ভূপেন হাজরিকা।
রাজ্য সরকার ও ভূপেন হাজরিকা কালচারাল ট্রাস্ট দাবি করেছিল, ভারতরত্ন পুরস্কার অসমবাসীর কাছে রেখে যাওয়ার প্রতিশ্রুতি দিলেও, তা সঙ্গে নিয়ে আমেরিকায় গিয়েছেন ছেলে তেজ হাজরিকা। ভারতরত্ন কোথায় তা জানতে শুক্রবার দিসপুর থানায় ডায়েরিও হয়।
শনিবার তেজ বিবৃতি দিয়ে জানিয়েছেন, ভারতরত্ন পুরস্কার তাঁর সঙ্গেই আছে। তিনি পুরস্কার অসমে রেখে যেতে আগ্রহ দেখালেও গুয়াহাটিতে যে ছয় দিন ছিলেন, তখন রাজ্য সরকারের তরফে কোনও সাড়া পাননি। তাই পুরস্কার নিয়েই দেশ ছেড়েছেন। রাজ্য সরকার যোগাযোগ করলে তিনি অবশ্যই তা সরকারের হাতে তুলে দেবেন।
ভূপেনবাবুর পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্মবিভূষণ পুরস্কার-সহ বিভিন্ন পুরস্কার কলাক্ষেত্রের সংগ্রহশালায় রাখা আছে।