Begging Ban in Bhopal

ট্র্যাফিক সিগন্যাল, ধর্মীয় এবং পর্যটনস্থলে ভিক্ষা করা যাবে না! নিষেধাজ্ঞা জারি হল ভোপালে

নির্দেশিকায় আরও বলা হয়েছে, ভিক্ষুকদের অনেকেই আবার মাদক পাচার এবং অন্যান্য অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। ভিক্ষার আড়ালে এই ধরনের কাজ চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪১
Share:

ভিক্ষা করা নিষিদ্ধ হল ভোপালে। প্রতিনিধিত্বমূলক ছবি।

কোন জনবহুল এলাকা, ট্র্যাফিক সিগন্যাল, ক্রসিং, ধর্মীয় এবং পর্যটনস্থলে ভিক্ষা করা যাবে না। শহরকে ‘ভিক্ষুকমুক্ত’ করতে এমনই পদক্ষেপ করলেন ভোপালের জেলাশাসক কৌশলেন্দ্র বিক্রম সিংহ। এ প্রসঙ্গে তিনি একটি নির্দেশিকাও জারি করেছেন।

Advertisement

ভারতীয় নগারিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস) ২০২৩-এর ১৬৩ নম্বর ধারা অনুযায়ী এই নিষেধাজ্ঞা জারি করেছেন জেলাশাসক। ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, যাঁরা এই নির্দেশ অমান্য করবেন, তাঁদের বিরুদ্ধে বিএনএসএস-এর ২২৩ ধারা অনুযায়ী আইনি পদক্ষেপ করা হবে।

নির্দেশিকায় বলা হয়েছে, বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে, ভিড় এলাকা, ট্র্যাফিক সিগন্যাল, ক্রসিং, ধর্মীয় এবং পর্যটন স্থানে একা বা দলবেঁধে ভিক্ষা করছেন অনেকে। সরকারি নির্দেশ অমান্য করেও এই ধরনের কাজ চলছে। যার জেরে ট্র্যাফিক সংক্রান্ত নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে শহরকে। তা ছাড়াও শহরের বাইরে থেকে, অন্যান্য রাজ্য থেকেও ভিক্ষা করতে অনেকে আসছেন। যাঁদের মধ্যে কারও কারও আবার অপরাধের রেকর্ড রয়েছে।

Advertisement

ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, ভিক্ষুকদের অনেকেই আবার মাদক পাচার এবং অন্যান্য অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। ভিক্ষার আড়ালে এই ধরনের কাজ চলছে। তা ছাড়া ট্র্যাফিক সিগন্যাল বা ক্রসিংয়ে ভিক্ষার কারণে দুর্ঘটনার সম্ভাবনাও বাড়ছে। সমস্ত দিক খতিয়ে দেখে নিরাপত্তার স্বার্থে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement