Lottery Win

অনলাইনে টিকিট কেটে বেঙ্গালুরুর যুবক জিতলেন ৪৪ কোটি! কোন দেশের লটারিতে?

আবুধাবিতে অনুষ্ঠিত ‘বিগ ড্র’ লটারির প্রথম পুরস্কার বিজয়ী ওই যুবকের নাম অরুণকুমার ভট্টাকে। গত ২২ মার্চ কেনা টিকিটে ‘জ্যাকপট’ জিতেছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৩ ২৩:৩০
Share:

লটারির প্রথম পুরস্কারে ৪৪ কোটি টাকা জিতে নিলেন বেঙ্গালুরুর এক যুবক। প্রতীকী ছবি।

এক টিকিটে ৪৪ কোটি! অনলাইনে পশ্চিম এশিয়ার আবু ধাবি লটারির টিকিট কেটেছিলেন বেঙ্গালুরুর এক যুবক। আর তারই প্রথম পুরস্কার জিতে নিলেন তিনি।

Advertisement

গাল্ফ নিউজে প্রকাশিত খবর জানাচ্ছে, আবুধাবিতে অনুষ্ঠিত ‘বিগ ড্র’ লটারির প্রথম পুরস্কার বিজয়ী ওই যুবকের নাম অরুণকুমার ভট্টাকে। গত ২২ মার্চ কেনা টিকিটে ‘জ্যাকপট’ জিতেছেন তিনি। সংযুক্ত আরব আমিরশাহির দিরহামের অঙ্কে যা ২ কোটি (ভারতীয় মুদ্রায় ৪৪ কোটি)।

দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে অনলাইনের সংযুক্ত আরব আমিরশাহির রাজতন্ত্রগুলির লটারির টিকিট কাটার চল রয়েছে। বছর কয়েক আগে দুবাই ডিউটি-ফ্রি লটারির প্রায় ৭ কোটি টাকার প্রথম পুরস্কার জিতেছিলেন কেরলের এক যুবক। তবে এর আগে কখনও ৪৪ কোটি টাকার লটারি প্রাপ্তির খবর শোনা যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement