Bank Strike

১৫-১৬ মার্চ দেশ জুড়ে ধর্মঘট, টানা ৪ দিন বন্ধ ব্যাঙ্ক, গ্রাহক ভোগান্তির আশঙ্কা

কেন্দ্রীয় নীতি এবং ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদেই এই ধর্মঘট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৪৪
Share:

ফাইল চিত্র

ফের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক। আগামী ১৫ এবং ১৬ মার্চ দেশ জুড়ে ওই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নীতি এবং ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদেই এই ধর্মঘট। ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন ওই ধর্মঘট ডেকেছে। এর ফলে ভোগান্তির আশঙ্কায় গ্রাহকেরা।

Advertisement

মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় ১৩ মার্চ এমনিতেই বন্ধ থাকবে ব্যাঙ্ক। রবিবার ১৪ মার্চ ব্যাঙ্ক বন্ধ। এর পর ১৫ মার্চ সোম এবং ১৬ মার্চ মঙ্গলবার ধর্মঘট। ফলে টানা চার দিন ব্যাঙ্ক বন্ধ থাকার কারণে গ্রাহকদের ভোগান্তি বাড়তে পারে।

অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এআইবিইএ)-এর সভাপতি রাজেন নাগার বলেন, “যে ভাবে ব্যাঙ্কগুলিকে বেসরকারিকরণের চেষ্টা হচ্ছে, তার প্রতিবাদে এই ধর্মঘট। আন্দোলন আরও জোরালো হতে পারে।”

Advertisement

টানা চার দিন ব্যাঙ্ক বন্ধ থাকার কারণে, এটিএম-এ টাকার জোগান নাও থাকতে পারে আশঙ্কা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement